নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আগের ঠিকানায় আছি

সাদা_মেঘ

আমি আগের ঠিকানায় আছি

সাদা_মেঘ › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনে উটের লগে ওইটাও করা যাবে!!! /:) /:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ভারতে তিন দিনব্যাপী সফরের শেষ দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার (২০শে ফেব্রুয়ারি, ২০১৩) পাঞ্জাব রাজ্যের অমৃতসরে যান। এ ছাড়া তিনি সেখানে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম তীর্থ স্বর্ণমন্দির পরিদর্শন করেন। অতঃপর তিনি ঔপনিবেশিক যুগে ভারতের অমৃতসরের জালিয়ানওয়ালা-বাগে নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর ব্রিটিশ সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন



আহারে!!কত বড় মানবিক দৃষ্টিভঙ্গি! ভারতে বাণিজ্য বাড়ানোর মিশন নিয়ে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মানবতাবাদী বক্তব্যে সবার মতন আমারও চোখে পানি এসে গেল। একেই বলে কর্পোরেট মিশন। বাণিজ্য সম্প্রসারন, মুনাফা বৃদ্ধি। দরকার হইলে মাঙ্গো-পিপলকে বিষাক্ত গ্যাস খাওয়াইয়া সাফ কর। দরকার হইলে তাগো পাছায় চুমা খাও। নিজের প্রয়োজনে উটের লগেও ওইটা করা যাইতে পারে । ঊটের পুরানা জোকস টা মনে পড়ে গেল



ব্রিটিশ ভারতে এক ইংরেজ অফিসারের পোস্টিং হয়েছে রাজস্থানের মরুভুমির মাঝখানে এক দুর্গে। ভারতে এসে ব্যাটার এমনেই মনটন খারাপ। ডার্টি ইন্ডিয়া, স্টুপিড নেটিভস!!! হাউ কুড আ ইংলিশ সারভাইভ ইন সাচ ডার্টি রুড প্লেস!!! দুর্গে আর কোন ব্রিটিশ নাই। অফিসারের মেজাজও তাই সবসময় চিড়বিড় করে।



যাই হোক ইংরেজ অফিসার কাজে কর্মে অনেক কড়া। সে পুরা দুর্গ ঘুরে ঘুরে দেখল । হঠাত দেখে দুর্গের পিছনের গেটে ছোট আস্তাবলে একটা উটনি (মাদী উট) বাঁধা। ‘ মানে কি??? দুর্গের ম্যাপে তো এই আস্তাবল নাই!!! তাহলে এটা কোত্থেকে আসলো??? আর এই উট এখনে ক্যান???’ । অফিসার চেঁচিয়ে নেটিভ সার্জেন্টকে ডাকল।

অফিসারঃ সার্জেন্ট, এটা কি??

সার্জেন্টঃ স্যার, দিস ইস ক্যামেল’স বেগম স্যার!! আই মিন লেডি ক্যামেল স্যার!!

অফিসারঃ এটা এখানে কেন??

সার্জেন্টঃ হুজুর, পুরা দুর্গে একটাও মেয়ে নাই !!! তো, সোলজারদের ওটা উঠলে ওরা এই মাদী উটটা ব্যাবহার করে হুজুর!!



অফিসারের তো মাথা পুরাই হট। ‘ফাকিং ডার্টি ইন্ডিয়ান্স!!! আমি আগেই জানতাম!!! সব আনকালচাড়ড, অসভ্য, অশ্লীল!!’ সে সার্জেন্টকে অর্ডার করলো ‘যাও, উটটা প্রধান আস্তাবলে রেখে এসো। আর নোটিশ করে দাও কোন সোলজার যেন এটা ব্যবহার না করে। আদেশ অমান্য করলে শাস্তি ১০০ বেত্রাঘাত ’। আদেশ তক্ষুনি পালিত হল।



দিন যায়, মাস যায়!! চার মাস পর ইংরেজ অফিসারের গা মোচড়ায়!! কেমন কেমন জানি লাগে!!! সহ্য করতে না পেরে সে সার্জেন্টকে অর্ডার করলো ‘ওই লেডি ক্যামেলটাকে পেছনের আস্তাবলে নিয়ে এসো’। আদেশ পালিত হল। সার্জেন্টকে উটটাকে শক্ত করে ধরতে বলে, অফিসার তার প্যান্টের জিপার খুলল। তারপর বেচারা উটের আর্তনাদ আর চিৎকার শোনা গেলো :P :P :P ;) ;) ;) !!



প্যান্ট পড়তে পড়তে অফিসার জিজ্ঞেস করলো ‘তোরা কি উটটাকে এভাবেই ব্যবহার করিস??’

‘না হুজুর!!’

‘তা- তো করবিই না!!‘ফাকিং ডার্টি ইন্ডিয়ান্স!!!নিশ্চয় আরও নোংরা ভাবে করিস। সব অসভ্যের জাত!!! তাহলে কি ভাবে করিস?? ’

হুজুর!! আসলে দুর্গ থেকে মাইল তিনেক দূরে একটা বাইজীপাড়া আছে। হুজুর, আমরা সৈনিকরা এই উটে চেপে সেই বাইজীপাড়ায় যাই। :P :P :P =p~ =p~ =p~ =p~





………..



প্রধানমন্ত্রী ক্যামেরন জালিয়ানওয়ালা-বাগ পরিদর্শনকালে আরও বলেন ‘বিশ্বের যেকোনো স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।’





কোনটা জোক কোনটা রিয়েল আমি নিজেই কনফিউজড!!! :-& :-& :-&

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.