![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০০১.
ছোট বেলায় আমার একটা রেডিও ছিল।কতোই বা আর তখন আমি!পাঁচ কিংবা ছয়!সারারাত বালিশের পাশে রেডিও টা নিয়েই ঘুমুতাম।খাওয়া থেকে শুরু করে,বেড়ানো,দৌড়ানো এমনকি বাথরুমেও ওটা ছিল আমার একান্ত সঙ্গী।পাশের বাড়ির পড়শি একবার রেডিওটা ফেলে দিয়েছিল বলে অ-নে-ক দিন ঝগড়া ছিল ওর সাথে।সময়ের আবর্তনে আমার হাতে মুঠোফোন,ল্যাপটপ কতো কিছুই এলো!আরও কতো কিছুই আসবে!তবু সেই সামান্য টু ব্যান্ডের রেডিও টার শুন্যস্থান কখনো কি পূরণ হবার!একেই বলে,বুঝি প্রথম প্রেম!হয়তো !হয়তোবা না।
০০২..
ছোটবেলায় বাবা আমাকে অংক করাতেন।সরল,সুদ-কষা,লাভ-ক্ষতির পাটিগাণিতিক অংক।ডাক্তারি বিদ্যার পাশাপাশি অংকটা বেশ ভালোই পারতেন বাবা।আমি অতোটা পারতাম না।অংকের মতো sensitive বিষয়ে ভালো করার মতো যথেষ্ট ধীর মস্তিষ্কের অধিকারী আমি কখনোই ছিলাম।মাষ্টাররা প্রায় বাবার কাছে অমনোযোগীতার জন্য অভিযোগ করতেন।বাবা কিছু বলতেন না আমায়।জীবনের খাতায় এখনো কতো উল্টো পাল্টা হিসেব নিকেষ করি!তবু বাবা কিচ্ছু বলেন না ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
রিয়াদ আরিফ বলেছেন: টুকরো টুকরো শৈশব নিয়ে লিখব আরো।পড়বেন আশা করি।ভালো ঠাকবেন।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
আজমান আন্দালিব বলেছেন: খুব ছোটবেলায় আমাদেরও একটা রেডিও ছিল। আমরা তিন ভাই-বোন সেই রেডিও দখল নিয়ে একটা নিয়ম বেঁধেছিলাম। সকাল ৬টার মধ্যে যে ঘুম থেকে উঠে রেডিও দখল নিতে পারবে সারাদিন তার কাছেই রেডিও থাকবে...হাহাহা...
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
রিয়াদ আরিফ বলেছেন: বেশ তো।ভালো লাগলো।সেই রেডিও টা আর নেই তাই না!!!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
সবুজ মহান বলেছেন: লেখাটা ছোট হয়ে গেল না ?
শুভকামনা ।