![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবাগ জেগে থাকলে বাংলাদেশ জেগে থাকে....
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রত্যক্ষ বিরোধী জামাত ও তাদের সহযোগি সংগঠন শিবিরের বিরুদ্ধে প্রবল গনপ্রতিরোধের আঠারো দিনের মাথায় দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে গোটা দেশে হামলা চালালো।তাদের হামলার ধরন ছিল নৃশংস।কাল শাহাবাগের প্রজন্ম চত্বরের টানা সতের দিনের কর্মসূচি স্থগিত হবার পরের দিনই এমন ঘটনা ঘটলো।তাই এ কথা বলা যায় শাহাবাগ জেগে থাকলে,বাংলাদেশ জেগে থাকে।সকল অপশক্তি ভয়ে থাকে।এ পর্যন্ত পাওয়া খবরে জানা যায় স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীরা সিলেটের শহিদ মিনার ভেঙ্গে দিয়েছে,প্রায় ত্রিশের অধিক সংবাদকর্মী গুলিবিদ্ধ করেছে।এমনকি বায়তুল মোকারমের নামাজের গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে তথাকথিত ধর্মব্যবসায়ীরা।আশংখার ব্যপার হলো তারা সারা দেশে একযোগে হামলা চালালো বিশেষ করে সংবাদকর্মীদের উপর এ হামলার মাত্রাটা বেশ উদ্বেগজনক।ধারনা করা হচ্ছে রাজধানী ঢাকাতে বেশ কয়েকদিন থেকে জামাত শিবিররা তাদের প্রশিক্ষিত বাহিনী আনতে থাকে এবং আজ সকাল থেকে বাসে,ট্রাকে টুপিওয়ালা,দাড়িওয়ালা মানুষদের ভিড় দেখা যায়।এই মূর্হুতে আমাদের শাহাবাগকে ঠিক আগের মতোই জাগাতে হবে।জেলা শহরগুলো থেকে ঢাকায় আসা দূরপাল্লার বাসগুলোর প্রতি ব্যপক নজরদাড়ি রাখতে হবে।পুলিশকে আরো কঠোর অবস্থানে যেতে হবে।এবং যে যেখানে আছেন সেখান থেকেই প্রবল জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
©somewhere in net ltd.