![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
নুরুল উল্লাহ। অফিসের কেরানি।অসম্ভব রকম সুন্দর নুরানী চেহারা তার।এক ওয়াক্ত নামাজও কাযা করেন না কখনও।এক ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার।তিনি আজ থেকে নাস্তিক।
দুই.সিরাজুল ইসলাম ঢাকার একটা মসজিদের খতিব।ইসলামের খেদমতে কাটিয়ে দিতে চান বাকিটা জীবন।সমস্যা একটাই একটুখালি জর্দা খান।তিনিও আজ থেকে নাস্তিক।
তিন.জমশেদ আলি ।বাবুবাজারের ব্যাবসায়ি।সারাদিন ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলে যান না কখনও।এলাকার মানুষকে সাহায্য করা,মসজিদ মাদ্রাসা নির্মান সবখানেই তার হাত প্রসারিত।তিনিও আজ থেকে নাস্তিক।
চার.
আয়নাল হক।কামিল মাদ্রাসার ছাত্র।অসাধারন কন্ঠ।হামদ্ নাত পরিবেশনে জাতীয় পুরষ্কার পেয়েছে বেশ কয়েকবার।তিনিও আজ থেকে নাস্তিক।
পাঁচ.
রামগোপাল দত্ত।নিরামিষভোজী। ভগবানের আরাধনায় কাটিয়ে দিয়েছেন সারা জীবন।শাস্ত্রের বাইরে যান না একদম।তিনিও আজ থেকে নাস্তিক।
নিজ নিজ অবস্থানে থেকে উপরের পাঁচ ব্যাক্তির সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের কোন কমতি আমরা লক্ষ করিনি।নিয়মিত প্রার্থনা,সৃষ্টির সেবা কিংবা মানবীয় সমস্ত কাজের মাধ্যমে ওরা সৃষ্টিকর্তার নিকটবর্ত্তী হবার চেষ্টা করেছেন সবসময়।তবু ওরা আজ নাস্তিক।কারন ওরা শাহবাগগামি।মানবতাবিরোধী,যুদ্ধাপরাধী ধর্মব্যাবসায়িদের ফাঁসির দাবিতে দেশের সাধারন মানুষের মতো ওরা গিয়েছিল শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।
যুদ্ধাপরাধিদের পূর্ণবাসক খালেদা জিয়া নাস্তিকের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন।সেই সংজ্ঞায় এরা সবাই আজ নাস্তিক।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
রিয়াদ আরিফ বলেছেন: ভারপ্রাপ্ত মহিলা আমির ।
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
বিবর্ণ আরেফীন বলেছেন: নাস্তিকদের কাতারে দাঁড়াবেন নাকি জামায়াত-শিবিরের দলেই থাকবেন : খালেদার প্রতি ইমরান।
এর মানে কি???????????
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
রিয়াদ আরিফ বলেছেন: জামাত শিবিরের ধর্ম ব্যাবসায়িরা নাস্তিক অপেক্ষা অধিক অধার্মিক ।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
এস আর সজল বলেছেন: রাজাকারদের ফাঁসি আর ওইসব শুয়োরের বাচ্চাদের নিষিদ্ধ করতে চাওয়া যদি নাস্তিকতা হয়, তবে হলাম আমি নাস্তিক। কারো কোন সমস্যা????????
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
রিয়াদ আরিফ বলেছেন: রাজাকারদের আশ্রয়দাতা খালেদা জিয়ারও বিচার হবে জনতার মঞ্চে
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
অগ্নি সারথি বলেছেন: এইখানে পড়েন
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
রিয়াদ আরিফ বলেছেন: পড়লাম। সহমত। ভাল থাকবেন।
৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
কলাবাগান১ বলেছেন: তবু ওরা আজ নাস্তিক।কারন ওরা শাহবাগগামি।মানবতাবিরোধী,যুদ্ধাপরাধী ধর্মব্যাবসায়িদের ফাঁসির দাবিতে দেশের সাধারন মানুষের মতো ওরা গিয়েছিল শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
টুরিস্ট আশরাফুল বলেছেন: আরিফ মামা তুমি দেহি নাস্তিকগো আস্তিক বানাইবার লেইগা ফাল পারতাছো ঘটনা কি ?
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
দিশার বলেছেন: খালেদা জিয়া এখন জামাত এর ভারপ্রাপ্ত আমির। বাকি গুলা তো জেলে .