![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ঘর নেই ,তবু আছে ঘর করা”। তবুও আছে স্বপ্ন ও বেদনা।আছে প্রাপ্তি-অপ্রাপ্তির জটিল হিসেব-নিকেষ ।
রাজধানীর সদর ঘাটের ঘরহীন মানুষগুলোর গল্পটা একটু অন্যরকম।ওদের মধ্যে কেউ কুলি,কেউ নৌকার মাঝি আবার কেউবা ফেরি করে বেড়ায় ।সেই ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি চলে তাদের জীবন যাপন।
হরিপদ কেরানীর মতো ওদের ঘরে আলো জ্বালাবার দায় নেই। তাই লঞ্চ ঘাটের টিকরে পড়া নিয়ন আলোতেই রাত্রি কেটে যায়। আবার ভোর হয়। লঞ্চের ভেঁপু বাজে।পুষ্টিহীন শরীরগুলোর ক্লান্তিহীন পথ চলা শুরু হয়।কিন্তু ওদের পথ চলা ,দুপুরে পেট পুড়ে খাবারের নিশ্চয়তা দেয় না।
অধুনিক নগর সভ্যতা এই মানুষ গুলোর একটা নাম দিয়েছে। ওদের বলা হয় ভাসমান মানুষ। এক সময়ের প্রমত্তা নদী বুড়িগঙ্গা এই বৃদ্ধ কালে এসেও আশ্রয় দিয়েছে সদর ঘাট লঞ্চ টার্মিনালের এই ভাসমান মানুষদের।
চাঁদপুরের পঙ্গু মাজেদ আলী ,নোয়াখালীর হাশেম মিয়া, নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো রহিমা বেওয়া ওরা সবাই আজ রাজধানীর সদরঘাটের বাসিন্দা। জীবনের তিক্ত স্রোত ওদের সবাইকে নিয়ে এসেছে এই মোহনায়।
এদের মধ্যে হাশেম নৌকা বানায়। মেহগনি আর কাঁঠাল কাঠ দিয়ে বানানো নৌকা তার জীবিকা মেটায়। মাজেদ আলীর খাবার জোটে ভিক্ষে করে;পঙ্গুত্বই তাঁর জন্যে হয়েছে আশীর্বাদ।
ঘরহীন এই মানুষ গুলোর ঘরে ফেরার তাড়া নেই।প্রত্যাশার প্রাচীর নেই।আছে শুধু বেঁচে থাকা আর বেঁচে থাকার লড়াই।
প্রায় বিশ বছর আগে উত্তরবঙ্গ থেকে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন সদরঘাটের নৌকার মাঝি রমজান।তখন বুড়িগঙ্গার জল এতটা কালো ছিল না। বুড়িগঙ্গার এপার থেকে ওপার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মানুষকে পারাপার করায় সে। দৈনিক উপার্জনটা মোটামুটি ২০০ টাকার মতন।
সদরঘাটের লঞ্চ টার্মিনালগুলোতে আরেক শ্রেণির মানুষের দেখা পাওয়া যায় বেশ সহজেই। ভারী ব্যাগ-বস্তাসহ লঞ্চ ধরতে আসা যাত্রীদের দেখলেই ওরা ছুটে আসে। ওরা কুলি। সদরঘাট টু বরিশাল, সদরঘাট - সুন্দরবন,সদরঘাট টু শরীয়াতপুর মানুষ গন্তব্যে যায় আবার ফিরেও আসে। ভাসমানদের কোন ঘর নেই।তাই ওদের ফেরা কিংবা যাওয়ার কোন ব্যাপার নেই।
জীবনের নির্মমতা আর নিষ্ঠুরতার সাথে সখ্যতা গড়া সদরঘাটের এই মানুষ গুলো বাস করে চরম অস্বাস্থ্যকর পরিবেশে। শহরের সকল বর্জ্য গিয়ে মেশে যে বুড়িগঙ্গার জলে সেই জলেই চলে ওদের স্নান পর্ব।
ভাসমান মানুষদের খাবার জন্যে আছে ভাসমান খাবার দোকান। এখানে সকালের নাস্তা মেলে ১০-১৫ টাকায় আর ২০-২৫ টাকাতেই হয়ে যায় রাতের ভুঁড়ি ভোজ।
তেমনি এক হোটেলে রান্না করে শেফালির মা। রাত হলেই মা-মেয়ে ওয়াইজ ঘাটের দিকে ছোট্ট একটা জায়গায় জড়িয়ে ধরে ঘুমায়। দশ বছরের শেফালির স্কুল যাবার ইচ্ছে,মাঝে সাজে টেলিভিশন দেখার ইচ্ছে ,একবেলা পেট পুড়ে মোরগ পোলাও খাবার ইচ্ছে ।
শেফালির মতো সদরঘাটের শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে জীবনের কঠিন পদাঘাতে। ভেঁপুর প্রচন্ড শব্দের মাঝেই দিন যাপন এদের। ফলে তাদের মানুসিক স্বাস্থ্যে ঘটছে ভয়াবহ ব্যাঘাত।
তবুও দাঁড়িয়ে আছে সদরঘাট আর সদরঘাটের মানুষজন।এদের মধ্যে হাশমত আর মমেনার গল্পটা একটু অন্য রকম। কুড়িগ্রামের মেয়ে মমেনার সাথে হাশমতের পরিচয় সদরঘাটেই। তারপর সখ্যতা এবং ঘর বাঁধা। পলিথিনে মোড়ানো কুঠুরিতেই চলছে তাদের সংসার।
সন্ধ্যার খানিকটা আগেই মমেনার উঁনুনে জ্বলে ওঠে আগুন। আকাশে মেঘ করলে সেদিনের মতো রান্না বান্না ওখানেই শেষ। খাবার নিশ্চয়তা নেই তবু চলে জীবন।
উৎসব আর উত্তাপ হীন ভাসমান জীবন এগিয়ে যায় অনাগত সন্ধ্যার পথে। একটু পরেই রাত্রি নামে। ক্ষুধার জ্বালা, অপ্রাপ্তির বেদনা,সবই মিলে যায় অন্ধকারে।
এরই মাঝে চলে ঘরহীন মানুষের ঘর করা অথবা ঘর করার স্বপ্ন বোনা।
ছবিঃইন্টারনেট থেকে
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
রিয়াদ আরিফ বলেছেন: সেটা ভেবে দেখার সময় বোধহয় পেড়িয়ে গেছে রাষ্ট্র যন্ত্রের ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ লেখা! ভাসমান মানুষগুলোর জন্য ভাববার কেউ নেই। আমরাও আছি নিজেদেরকে নিয়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
রিয়াদ আরিফ বলেছেন: জ্বি ভাই।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: রিয়াদ আরিফ ,
তবু চলে ঘরহীন মানুষের ঘর করা, ঘর করার স্বপ্ন বোনা।
এই উত্তাপ হীন ভাসমান জীবন শুধু সদরঘাটের ছবিই নয়, সারা দেশের ।
অপূর্ণ রায়হান জানতে চেয়েছেন - উত্তরণের উপায় কি !
উত্তরনের উপায় জানা নেই কারও ।
আমি ময়ূরাক্ষী বলেছেন - আমরাও আছি নিজেদেরকে নিয়ে।
এই আত্মপোলব্ধি থেকে যদি কোনদিন উত্তরন ঘটে আমাদের ।
শুভেচ্ছান্তে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
রিয়াদ আরিফ বলেছেন: স হ ম ত
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
কচুরিপানা কোত্থেকে আসে কোথে যায়
অভিজাত সমাজ কী তা খোঁজ রাখে !
লিখাটির জন্য আপনাকে ধন্যবাদ, রিয়াদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
রিয়াদ আরিফ বলেছেন: ধন্যবাদ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২
মামুন রশিদ বলেছেন: দুঃখি মানুষগুলোর কথা অনেক সুন্দর করে লিখেছেন ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
রিয়াদ আরিফ বলেছেন: ধন্যবাদ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১
ফারুকুল ইসলাম রানা বলেছেন: কত রকমের জীবন ঘিরে আছে আমাদের ! জানি না, খবর রাখি না । জানে না, কেউ খবর রাখে না !
লেখা বরাবরেই মত অসাধারণ ।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
ডি মুন বলেছেন: দুঃখী মানুষগুলোর জন্য কোনোদিনও কি রাষ্ট্রের মমতা হবে না !!!!!!!!!!
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: দুঃখী মানুষের দুঃখ ভরা কাহিনী নিদারুণ সত্য করে বলেছেন।
রাষ্ট্র কখনো এদের নিয়ে চিন্তিত নয়।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: দুখী মানুষের দুখের কথা। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: বিষাদময়
কিন্তু উত্তরণের উপায় কি !