![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
কল্পনা করতে পারেন আপনি আগামী দিনের জালানি ম্যাগনেট ।যে দেশটি আগামী দিনে বিশ্বের প্রাকৃতিক গ্যাসে পরাশক্তি হতে যাচ্ছে।যেখানে তোমার বিনিয়োগ নিরাপদ।বাংলাদেশ ইতি মধ্যে জ্বালানী মাতা রূপে আত্মপ্রকাশ করেছে। গভীর সমুদ্রে ২০,০০০হাজার বর্গকিলোমিটার গ্যাসক্ষেত্র লাভ করেছে ভারতের কাছ থেকে, জাতিসংঘ সালিশ বোর্ড থেকে।ইতি পূর্বে ঐ এলাকায় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ ছিল এখন সে ঝুঁকি নেই। ঢাকা-চিটাগাং এ এখন রিয়াদ-দুবাই এর মত শীতাতাপ নিয়ন্ত্রিত শপিংমল দেখা যায়।নাইজিরিয়া,চাঁদ,ভেনিজুয়েলার জালানি বাজারে ভাল করছে,তাদের দেশের দারিদ্দ্রতা এবং সহিংসতা সত্ত্বেও। বাংলাদেশ বিনিয়োগ সমস্যায় ভুগছে। অস্ট্রেলিয়ার সান্তোষ কোম্পানি নিন্ম মাত্রার উৎপাদন দেখিয়ে তাদের কাজকর্ম গুটিয়ে নেয় সিংগাপুর এর কৃষ কোম্পানির সাহায্যে।এ বছরের পরে তারা আবার কুপ খনন করবে।জাতীয় তৈল কোম্পানি পেট্রোল বাংলা ২০১২সালে গভীর সমুদ্রে তৈল- গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করেছে।তখন ভারতীয় তৈল-গ্যাস কর্পোরেশন এবং কণকো ফিলিপস কাযাদেশ পায়।অভিযোগ মুক্ত গভীর সমুদ্র তেল ক্ষেত্রঃ গত এপ্রিলে যখন পেট্রোবাংলা দরপত্র আহবান করে তখন কোম্পানি গুলো অভিযোগ করেছিল ঐ সমস্ত ব্লকে অবাস্তব শর্ত দিয়েছিল। এই বছরের প্রথম দিকে রাশিয়ার রাষ্ট্রীয় তৈল কোম্পানি গভীর সমুদ্রে তিনটি গ্যাস ক্ষেত্রে দরপত্র জমা দেয়,যাহা সমুদ্র সমতল থেকে ৩০,০০০হাজার ফিট গভীরে।বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের মজুদ ২০০ ট্রিলিয়ন কিউবিক ফুট, যাহা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। পেট্রোবাংলা এ বছরের শেষে ১৮টি তৈল-গাস ক্ষেত্রে ইজারা প্রদান করবে। বাংলাদেশ এ ক্ষেত্রে সফল হলে বিশ্বের সর্বউচ্চ তৈল-গাস উৎপাদনকারী দেশে পরিণত হবে।
২| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: এই সরকার জনগণ আর বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে - তাতে জ্বালানি পরাশক্তি হতে বাকি কি আছে?
৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: হুম......নিউইয়র্ক আর ভালো লাগতাছেনা........আমাদের দেশই যখন পরাশক্তি হইয়া যাচ্ছে.....তাইলেতো দেশে ফিরত আসার ধান্ধা করা লাগে.......
৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩
খেলাঘর বলেছেন:
আপনি এন্টাসিড খান, আপনার গ্যাস কমবে।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
রাখালছেলে বলেছেন: দিবাস্বপ্ন.....!!!!
৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
পাকাচুল বলেছেন: বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের মজুদ ২০০ ট্রিলিয়ন কিউবিক ফুট, যাহা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

এটা কি কারো স্বপ্নে পাওয়া মজুদ?