নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশের আদালতে বেগম জিয়ার ষড়যন্ত্রের বিচার হবে

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

খালেদা জিয়ার জনসভায় সম্প্রতি দেয়া একটি বক্তব্য শুনে বরাবরের মতো শঙ্কিত বোধ করছিলাম। খালেদার বক্তব্য, ‘শেখ হাসিনাকে আমাদের হত্যার দরকার নেই, আল্লাহর গজবেই তিনি শেষ হবেন। বলার পর কি ঘটনা ঘটবে এ ভাবনা অনেকের মনে উদিত হয়েছিল! সত্যি সত্যি, প্রত্যেকবারের মতোই শনিবার দেয়া ঐ বক্তব্যের পরপরই মঙ্গলবার রাতে আনসারুল্লাহ বাংলাটিমের দুই সদস্য ড্রোন বানানোর সরঞ্জামসহ গ্রেফতার হলো। যাদের লক্ষ্য ছিল বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে শেখ হাসিনাকে বঙ্গবভবনে, খুব সম্ভব রাতে হামলা চালিয়ে হত্যা করা! তাহলে, এটি সন্দেহ করা অসম্ভব নয় যে, ঐ হত্যার পরিকল্পনার কথা খালেদা জানলেও জানতে পারেন! নতুবা অন্য কোন জনসভায় তিনি কখনও হাসিনা হত্যা সম্পর্কে কিছু বলেননি! যদিও এ লক্ষ্যে ষড়যন্ত্র হয়েছে অনেক। লক্ষণীয়, তার পরপরই বুধবার, যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজেনা খালেদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেখা যায় এক অদৃষ্টপূর্ব বেশে খালেদা জিয়াকে! তিনি বিদেশী রাষ্ট্রদূতদের সরকারের ওপর চাপ প্রয়োগ করার অনুরোধ জানাবেন, তা ছিল সবার জানা। কিন্তু সে অনুরোধ জানালেন তিনি আকস্মিকভাবে ঘোমটার বাহুল্য ত্যাগ করে জর্জেটের বদলে জামদানি শাড়ি পরে অভাবনীয় এক ইউটার্ন গ্রহণ করে! ঘটনাটি জনমনে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে! কোন কিছু না ভেবে এ নেত্রীর পোশাকের ক্ষেত্রে হঠাৎ ইউটার্ন নেয়ার কথা নয়। সামনের দিনে সম্ভবত এর অর্থ উদ্ঘাটন হবে। সে পর্যন্ত অপেক্ষায় রইল জনগণ। বেগম জিয়া গত একবছর যাবত সরকার প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি নেত্রী যখনই কোন জনসভায় সরকার প্রধানের বিরুদ্ধে বিষদাগার করেন তখনই কোন না কোন জঙ্গির পরিকল্পনা ফাঁস হয়। এই সব পরিকল্পনার পিছনে রয়েছেন বেগম জিয়া। দেশবাসী আশা করে দেশের আদালতে বেগম জিয়ার ষড়যন্ত্রের বিচার হবেই হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: শেখ হাসিনাকে বঙ্গভবনে :D :D :D ড্রোন হামলা চালিয়ে হত্যা!

কেউ আমারে ড্রোন ফুটাইয়া মাইরালা!

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

তারা চাঁন বলেছেন: " যাদের লক্ষ্য ছিল বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে শেখ হাসিনাকে বঙ্গবভবনে, খুব সম্ভব রাতে হামলা চালিয়ে হত্যা করা! "
ভাই দুপুর থেকে মনটা খারাপ ছিল, কিন্তু এই কৌতুক পড়ে এমন হেসেছি যে মনটা ভাল হয়ে গেছে ।
@ রিয়াদহ্যাপি০০৭ - চালিয়ে যান ভাই, এইরকম নিত্য নতুন কৌতুক ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

এ কে এম রেজাউল করিম বলেছেন:

বাংলাদেশের মাটী থকে অভিশপ্ত সন্ত্রাসী ও ষঢ়যন্ত্র কারীরা বিলীন হোক ধ্বংশ হোকা কামনা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.