![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
২৪ ডিসেম্বর বকশিবাজারে স্থাপিত আদালতে খালেদা জিয়া গিয়েছিলেন এতিমদের টাকা লোপাট করে জৌলুসপূর্ণ জীবন যাপনের মামলায় হাজিরা দিতে। উনার মত একজন আসামি মামলায় হাজিরা দিতে গিয়ে চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসি লেলিয়ে দিয়ে যেরূপ লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন তাতে পুরো জাতি লজ্জিত। কথায় বলে, চোরের মায়ের লম্বা গলা, অথবা একবার কান কাটা গেলে দূর পথ দিয়ে হাঁটে চোর, দুইবার কান কাটলে যায় বাজারের মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার হয়েছে সে অবস্থা। একে তো লজ্জার ব্যাপার। এতিমদের টাকা চাপলিশে মেরে খাওয়ার মামলা, তার উপর সাজা হওয়া প্রায় নিশ্চিত, সেখানে অনুশোচনা দূরে থাক, উল্টা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ! এক বছর আগেই তো আগুন দিয়ে মানুষসহ গাড়ি জ্বালিয়ে দেশের তাবৎ জনগনের ঘৃনার থুথুতে ভেসে গেছে খালেদার ক্ষমতার মসনদে বসার স্বপ্ন। এভাবে জনগনের সম্পদ, যান এবং জানমালের ক্ষতি করে ওরা ক্ষমতার মজা চেটেপুটে খাবার স্বপ্ন দেখা শুরু করেছে আবার। এবার এসেছে প্রতিরোধের সময়! ওরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না! জনতার প্রতিরোধ একসময় প্রতিশোধের আগুনে রূপ নেয়।
©somewhere in net ltd.