![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
শিল্পখাতের পরে
তথ্য-প্রযুক্তি (পর্ব-১)
• ২৫ টি দুর্গম পার্বত্য জেলা ও উপজেলা সমূহে মোবাইল নেটওয়ার্ক চালু করণ।
• ২৮৫ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল ও ২ লক্ষ ৯৬ হাজার ১৭৫ কন্ডাক্টর কপার ক্যাবল উৎপাদন।
• ইউনিয়ন পর্যায়ে ই-সেবা ৪৫০১ টি ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্র চালু করণ।
• অন লাইনে জিডি প্রথা চালু করণ।
• আধুনিক ট্রাফিক ব্যবস্থায় ই-ট্রাফিক ব্যবস্থা চালু করণ।
• দেশে প্রচলিত সকল আইন হালনাগাদ করে ওয়েবসাইটে উপস্থাপন।
• “জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪” প্রণয়ন।
• স্যাটেলাইটের মাধ্যমে “সংসদ বাংলাদেশ টেলিভিশন” এর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যাবস্থা করণ।
• ৩৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে “বিটিভি সদর দপ্তর ভবন নির্মান” বাস্তবায়ন।
• ৫৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ টেলিভিশনের “ঢাকা টেলিভিশন কেন্দ্রের সম্প্রসারিত ভবনের স্টুডিও যন্ত্রপাতি স্থাপন” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন।
• ডিজিটাল টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট ট্রান্সমিশনসহ বিটিভিকে একটি পূর্নাঙ্গ কেন্দ্রে রুপান্তরের অনুমোদন।
• বিটিভি’র সম্প্রচার ব্যবস্থা এনালগ থেকে সম্পুর্ন ডিজিটালে রুপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন।
• বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়াল্ডের অনুষ্ঠান ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে IP TV এবং Web TV এর মাধ্যমে বাংলাদেশসহ সারাবিশ্বে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করণ।
• সংবাদপত্র বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ১২৪৩টি নতুন পত্রিকার নামে ছাড়পত্র প্রদান।
চলবে.........
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: যারা চাদে সাঈদী কে দেখে (উপরের কমেন্টকারীর মত), তারা কি এসব টেকনোলজি বুঝবে?
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
ভাঙ্গা হৃদয় বলেছেন: সবই তো দেখি বিটিভির উন্নয়ন। যেটা কেউ দেখে না।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০
রায়হান চৌঃ বলেছেন: কলাবাগান১:
ভাই জিব্বার উপরের অংশ আছে তো... ?? আরো একবার ট্রাই মাইরা দেখেন তো জিব্বায় টেষ্ট পাওয়া যায় কি না.... দরকার হইলে টেকনোলজি ও মাইরা দেখেন.......
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
রায়হান চৌঃ বলেছেন: ভাই.....
জিব্বার উপরের অংশ আছে..? না কি বলবেন- উঠে গিয়াছে আরো অনেক আগেই... সেই বাপ দাদার আমল থেকে....!!