![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
দেশে কী এমন ঘটল যে টানা অবরোধের কর্মসূচী এলো। ছোট বড় পরিবারই ভুল-ত্রুটি নিয়ে এগিয়ে যায়, আর দেশ পরিচালনা করা সরকারের সফলতা ব্যর্থতা থাকবে এটাই স্বাভাবিক। এর মধ্যে সফলতার পাল্লা অনেক বেশি হয়ে ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সফল করার পরিকল্পনা নিয়ে যখন সরকার এগিয়ে যায় তখন হুট করে আন্দোলনের ডাক দিয়ে কী ধরনের গণতন্ত্রের দাবি করে বিএনপি-জামায়াত! এই কথাগুলোই আলোচিত হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বিশ্ব এজতেমার বিষয়টি। এই সময়টায় দেশের চারদিক হতে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ বিশ্ব এজতেমায় যোগদান করার জন্য সমবেত হতে থাকেন। তুরাগ নদীর তীরে পৌঁছতে তাঁদের কত যে বেহাল অবস্থার মধ্যে পড়তে হয়েছে তা ভুক্তভোগীরা কঠিনভাবে বুঝতে পারছেন। অনেক ধর্মপ্রাণ মুসলমানদের বলতে শোনা যাচ্ছে বিএনপি ও জামায়াতসহ যে রাজনৈতিকদলগুলো টানা অবরোধের ডাক দেয় তারা কি ইসলামের আদর্শ আদৌ লালন করে! তা না হলে দ্বিতীয় হজ হিসেবে পরিচিতি পাওয়া বিশ্ব এজতেমার এই সময়টায় কেউ এভাবে হটকারী রাজনৈতিক সিদ্ধান্তে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ দিতে পারে! এ কেমন রাজনীতি! এ কেমন গণতন্ত্রের কথা! জনগণকে নিয়ে যে গণতন্ত্র সেই জনগণকেই চরম দুর্ভোগের মধ্যে ফেলে দেয়ার নাম কী রাজনীতি! এ ধরনের রাজনীতিকে অপরাজনীতি বললে কী খুব ভুল বলা হবে। জনগণকে নিয়ে এদের কত মায়াকান্না। এ দেশের মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখেছে। একবিংশ শতকের এক দশক চলে গিয়ে দ্বিতীয় দশকেরও যখন অর্ধেক চলে যাচ্ছে, মানুষ যখন বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছে প্রযুক্তির কল্যাণে তখন বিএনপি-জামায়াত ও তাদের অনুসারী রাজনৈতিক দলগুলো এখনও বিংশ শতকের মধ্যভাগেই পড়ে আছে। ২০১৩ সালের শেষের দিকে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির কবলে পড়ে দেশে যে চরম ক্ষতি হয়েছে তার মাসুল আজও দিতে হচ্ছে এই নিরীহ মানুষকে। সাধারণ মানুষের মধ্যে অন্তত এইটুকু আস্থা জমেছে ধ্বংসের রাজনীতি আর যাই হোক কোন কল্যাণ বয়ে আনে না। ধ্বংসাত্মক ও জনবিরোধী কর্মসূচীর কোন রাজনৈতিক দলকে সাধারণ মানুষ গ্রহণ করে না। তাদের বর্জন করে। যে রাজনীতিকদের এই দায়িত্বজ্ঞান নেই তাঁরা এক সময় সাধারণ মানুষের কাছে পরিত্যক্ত হবেন। তাতে কোন সন্দেহ নেই।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
এরিক ফ্লেমিং বলেছেন: বিএনপি জামাত ইসলামের আদর্শ লালন করলেই কি না করলেই কি? ইসলাম কি এখানে কোনো বিষয়? বিষয় তো ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলো তাই করে। অতীতেও করেছে বর্তমানেও করছে। রাজনৈতিক দলগুলোর নাম ভিন্ন ভিন্ন হলেও লক্ষ্য উদ্দেশ্য অভিন্ন।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
একজন অবাঙ্গালী বলেছেন: পেইড দালাল।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২
নীল আকাশ ২০১৪ বলেছেন: দেশে কি এমন ঘটল, তা কি দেখতে পাচ্ছেন না, নাকি দেখেও না দেখার ভান করছেন? তাহলে বলুন দেখিঃ
- খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে ঢাকার অর্ধেক পুলিশ, বালির ট্রাক, ইটের স্তুপ, জলকামান - এগুলো নিয়োজিত করেছে কেন? খালেদা জিয়া সরকারের কে, যে তাকে এত নিরাপত্তা দিতে হবে?
- বিএনপি নেতাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছেনা কেন? তারা রাস্তায় নেমে ভাংচুর করেছেন - এরকম কোন ঘটনা ঘটেছে কি?
- মিরজা আব্বাসের সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে গুলি করল কেন?
- রিজভী আর ফখরুলকে গ্রেফতার করা হল কেন?
- জামায়াত নেতা কাদের মোল্লাকে আইনি প্রক্রিয়ায় রিভিউর সুযোগ থেকে বঞ্চিত করা হল কেন?
- সেপ্টেম্বরে করা মামলায় ইটিভি চেয়ারম্যানকে জানুয়ারিতে গ্রেফতার করা হল কেন?
- পুলিশকে দেখামাত্র গুলির নির্দেশ কেন দেওয়া হচ্ছে?
এসব প্রশ্নের জবাব এড়িয়ে যাবেন না। তারপর বলেন, কি কারণে লাগাতার অবরোধ দেওয়া যুক্তিযুক্ত না?
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
মোগল সম্রাট বলেছেন: বিএনপি-জামায়াতের অাসল চেহারা প্রকাশিত