![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
তাবিথ আউয়াল! ইতিহাস বিবর্জিত একজন মদ্যপায়ীর নাম। যার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে মদ, জুয়া, নারী সঙ্গ, দলীয় নেতাদের বাসায় নারী সংগ্রহ ইত্যাদি ইত্যাদি। অনেকেরই মনে প্রশ্ন, এই মুখোশধারী লম্পট সিটি মেয়র নির্বাচিত হলে তা রাজধানীবাসী বা দেশের রাজনীতির জন্য কতটা ইতিবাচক হবে? মাঠের রাজনীতিতে তার কোনও অভিজ্ঞতা নেই। মেয়র নির্বাচিত হলেই কতটা সফল হবেন সে প্রশ্নও বড় করে ঝুলছে ভোটারদের সামনে। তাকে বিএনপি সমর্থন দেওয়ায় এতে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে এমনটাও মনে করছেন অনেকে। এমনকি দলেরও ভেতরও রয়েছে এ নিয়ে নানা প্রতিক্রিয়া। মাঠের রোদে পোড়েননি তাবিথ, তৃণমূলের রাজনীতির পাঠ নেই তার। সেই তিনি রাজনীতিতে বড় ভূমিকা কীভাবে পালন করবেন- সেটাই অনেকের প্রশ্ন। এ রকম নেশাগ্রস্ত একজন পথভ্রুষ্ট তরুণকে সিটি নির্বাচনের মত একটি দায়িত্বশীল পদে সমর্থন নিয়ে নিশ্চই বিএনপি ভুল করেছে।
©somewhere in net ltd.