![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বিএনপি মানেই ব্যাপক বিনোদন। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিএনপির নতুন বিনোদন। গত পাঁচ বছরে বিএনপির মেয়র চট্টগ্রামের মেয়র হিসাবে চট্টগ্রামবাসিকে কিছু দিতে পারেনি। তাই এইবার ভোট দাও, চট্টগ্রামকে উন্নয়নের মডেল বানাইবো বিএনপি। একবার না পারিলে দেখো শতবার। বিম্পি আগে পারেনি তো কি হয়েছে, আগামীবার পারবো। আগামীবার না পারিলে পরের বার পারবো। আপনেরা শুধু ভোট দিয়ে বিএনপিকে বার বার চেষ্টা করিয়া দেখিবার সুযোগ প্রদান করুন। আর ঢাকায় বিএনপি দাবিনামা নিয়ে হাজির হয়েছে সিটি করপোরেশন নির্বাচনে। এই দাবি পুরণ করবে কে? যারা নির্বাচনী ইস্তেহার ও দাবিনামার পার্থক্য বোঝে না, তারা তারা আবার চায় জনগণের ভোট! দলতন্ত্র নয়, খালেদা-খাম্বার ভবিষ্যত গড়ে তুলতে নিজের ভবিষ্যত বিসর্জন দেয়া নয়। নিজের ভবিষ্যত, ঢাকার ভবিষ্যত গড়তে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ভোট দিবেন কাকে, উন্নয়নে পাবেন যাকে। অর্বাচীন, জঙ্গি, স্বাধীনতাবিরোধী, তাদের দোসর, মদদদাতা, প্রশ্রয়দাতাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করুন।
©somewhere in net ltd.