![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
আমি নগরীর পিতা নয়, নাগরিকদের বন্ধু হতে চাই। নগর পিতা শব্দটির মধ্যেই এক ধরনের নি:সঙ্গ, কর্তৃত্ববাদী শাসকের ইমেজ ফুটে। মেয়র বলতে আমি বুঝি, মেয়র হচ্ছেন সব শ্রেণীর নাগরিকদের সেই প্রতিনিধি, যিনি নাগরিকদের হয়ে শহরে সমতা, কল্যাণ আর ন্যায় প্রতিষ্ঠায় কাজ করেন। আলহামদুলিল্লাহ্, আমরা ঢাকাবাসী মনে করি আনিসুল হক অনেক কষ্ট করে এ পর্যায়ে এসেছে। তাই তিনি সাধারণ মানুষের চোখের ভাষা বোঝে, সমস্যাগুলো বোঝে। তিনি চান ঢাকা হবে গরীব ধনী সকলের মানবিক মর্যাদার নগর। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর আবাস। আনিসুলের উপর আস্থা রাখে, তাকে ঢাকাবাসীর সেবা করার সুযোগ করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এটি স্থানীয় নির্বাচন তবু নাগরিক সেবা নিশ্চিত করার জন্যে সরকারের সহযোগীতা প্রয়োজন হয়। যেহেতু আনিসুল হকের উপর দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে, সেহেতু তিনিই পারবে সেই সেবা নিশ্চিত করতে। তিনি ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন, এবার সমাধানযাত্রা। জনতার মাঝে জনতা সেজে যে বলতে পারে আমি নগর পিতা নয়,নগরবাসীর বন্ধু হতে চাই। মেয়র পদে তার থেকে যোগ্য আর কে হতে পারে?
©somewhere in net ltd.