![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
ভারতকে হারিয়ে ইতিহাসে পা রাখলো বাংলাদেশ! আর ভারতকে ৩-০ বাংলাওয়াশের হুঙ্কার৷ অনুচ্চারিত লক্ষ্য অবশ্যই জয়ের হ্যাটট্রিক করে ভারতকে বাংলাওয়াশ করবে টাইগাররা। মাশরাফিদের সেই স্বপ্ন পূরণের দিন কিন্তু আজ। আসলে জিম্বাবোয়ে, পাকিস্তানের পর ভারত, ওয়ান ডে-তে দেশের মাঠে টানা দশটা ম্যাচ জেতা নিয়ে সকাল, বিকেল বিভিন্ন টিভি চ্যানেলে বাংলাদেশের জয় নিয়ে নানা অনুষ্ঠান৷ উন্নতির নেশাটাই যেন বাংলাদেশ ক্রিকেটের ইউএসপি৷ আর টিমের মধ্যে এই দর্শনের কারিগর দু'জন৷ একজন যদি বাংলাদেশের কাছের মানুষ মাশরাফি হন, অন্যজন তা হলে কোচ চন্ডিকা হাতুরেসিঙ্ঘে৷ দু'জনের বোঝাপড়া দুর্দান্ত৷ এগিয়ে যাও বাংলাদেশ। গর্জে ওঠো বাংলাদেশ।
©somewhere in net ltd.