নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

তালগোল হারিয়ে এখন হ-য-ব-র-ল দলটি

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩


দল গোছানো কিংবা আন্দোলন শান্তিপূর্ণ হবে কথাটা বিএনপি নেত্রীকে বলতে হচ্ছে কেন? স্বাভাবিকভাবে বিএনপির রাজনীতি ও সংগঠন অগ্রসর হয়নি বলেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দল গোছানো ও শান্তিপূর্ণ আন্দোলন কথা দুটো বলতে হচ্ছে।একটু খেয়াল করলেই এটা সুস্পষ্ট হয়ে উঠবে যে, ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকেই বিএনপির সংগঠন ও রাজনীতি অগোছালো হয়ে পড়তে থাকে।এটা সবাই জানেন যে, ক্ষমতায় থেকে নানা কিসিমের তথা মুক্তিযোদ্ধা থেকে ঘাতক-দালাল এবং সুবিধাবাদী ও সুযোগ সন্ধানীদের নিয়ে বিএনপি দলটি গঠিত হয়েছে। তাই দলটি ক্ষমতায় না থাকলে যেন অথৈ পানির মধ্যে পড়ে। ইতোপূর্বে যতবার ক্ষমতার বাইরে গেছে, ততবারই কোনো না কোনোভাবে ষড়যন্ত্র-চক্রান্ত করে আবার ক্ষমতাসীন হয়েছে। প্রসঙ্গত, ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্বাচন হয়েছিল এবং ওই আন্দোলনে ৭ দল নিয়ে যুগপৎ আন্দোলনে ছিল বিএনপি। তাই ওই নির্বাচনে পর্দার আড়ালে ‘সূ কারচুপি’ বুঝে উঠতে পারা ছিল কঠিন। কিন্তু ২০০১ সালের আক্টোবরের নির্বাচনে সা-ল-সা সরকারের সফল ভোট ডাকাতির নির্বাচনের ভেতর দিয়ে ষড়যন্ত্র-চক্রান্ত সবটাই ফাঁস হয়ে যায়। প্রকৃত বিচারে বারবার তো ঘুঘু ধান খেয়ে পার পেয়ে যেতে পারে না। তাই ২০০৬ সালে পুতুল ও টু ইন ওয়ান ড. ইয়াজউদ্দিন সরকারের অধীনে ষড়যন্ত্র-চক্রান্তের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন করে ক্ষমতায় যাওয়া বিএনপির পক্ষে সম্ভব হয়নি। ফলে ক্ষমতা হারিয়ে বিএনপি পড়ে যায় বিপাকে। এই বিপাকটা বিএনপির জন্য আরো বড় হয়ে দাঁড়ায় দুই কারণে। প্রথমত, রাজাকার-আলবদর নেতাদের গাড়িতে বাড়িতে পতাকা উড়াতে দিয়ে এবং দ্বিতীয়ত, হাওয়া ভবন নিয়ন্ত্রিত লুণ্ঠন এবং একদিকে বাংলাভাই আর অন্যদিকে পরেশ বড়য়াসহ জঙ্গি ও সব ধরনের সন্ত্রাসীকে উস্কে দিয়ে বিএনপি দলের মুখোশটা ছুড়ে ফেলে দিয়েছিল। ফলে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে বিএনপি তার মূল ও প্রধান অস্ত্র ষড়যন্ত্র-চক্রান্ত কার্যকর করতে সক্ষম হয়নি এবং ক্ষমতার মসনদও ফিরে পায়নি। ষড়যন্ত্র-চক্রান্ত নাই, ক্ষমতাও নাই- বিএনপি রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে তালগোল হারাবে না তো কে হারাবে! তালগোল হারানো বিএনপি দলটির এক নম্বর নেতা খালেদা জিয়া আরো তালগোল হারিয়ে হ-য-ব-র-ল অবস্থার মধ্যে পড়ে যান, ২০০৮ সালে নির্বাচনে পরাজিত হয়ে কতবার দল গুছানোর কথা বলেছেন, তা কি স্বয়ং বিএনপি নেত্রী খালেদা জিয়া স্মরণে আনতে পারবেন? তিনি কেন তার দলের নেতাকর্মীরাও পারবেন বলে মনে করার কোনো কারণ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.