![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
গাজীপুরের শিববাড়ি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৭টি ফ্লাইওভার ও আন্ডারপাসসহ আধুনিক মানের রাস্তা নির্মাণ করবে বাংলাদেশ সরকার। পবিত্র ঈদুল আজহার পর থেকেই কাজ শুরু করার লক্ষে ইতোমধ্যে রাস্তার দুই পাশের মাটি টেস্ট এবং পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এ রাস্তা নির্মাণ প্রকল্পে ব্যয় হবে প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে এ কাজ বাস্তবায়ন করবে জাইকা। জয়দেপুর থেকে বিমান বন্দর পর্যন্ত ২০-২২ কিলোমিটারের এ রাস্তাটি নির্মাণ করতে প্রতি কিলোমিটারে প্রায় ১শ’ কোটি টাকা খরচ হবে। বর্তমান সরকারের মেয়াদেই আগামী ৩ বছরে এর নির্মাণ কাজ শেষ হোক এমনটাই আশা করে গাজীপুরবাসী।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
সুদিন বলেছেন: ভাই সর্বাধুনিক প্রযুক্তি বলতে কি বোঝাতে চাইলেন ঠিক ক্লিয়ার হইতে পারলাম না। মানুষের পরিবর্তে কি রোবট দিয়া কাজ করা হইবো না কি অন্য কিছু............................... আর এটা হলে উপকার কি তা একটু ভেঙ্গে বললে ভালো হইতো মানে পিক আওয়ারে ২২ কি.মি. রাস্তা কি ২২ মিনিটে যাওয়া যাইবো................ এখনই তো অফপিকে ২২ মিনিট যাওয়া যায়।
আর রাস্তা বড় কইরাই বা লাভ কি বর্তমান রাস্তা কি কম বড়...... কিন্তু রাস্তা দখল, বাস স্ট্যান্ড, বাজার অপর্যাপ্ত ফুট ওভার ব্রীজ, রাস্তা ভাঙ্গা ইত্যাদি কারণে ১০০ ভাগ রাস্তা ব্যবহার করা যায় না।
এটা শুধু এই রাস্তার অবস্থা না সারা বাংলাদেশের প্রধান প্রধান শহরগুলোর রাস্তার একই অবস্থা সরকার ও প্রশাসনকে এ ব্যাপারে উদাসীনতা ভাঙতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
সাদমান রহমান বলেছেন: শুনে খুবই ভালো লাগলো!