![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
সড়কপথে বিশাল এক বিপ্লব ঘটানোর পর এবার নৌপথেও নতুন দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ সরকার। বিমানের আদলে গড়া সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের এমভি গ্রিন লাইন-২ ও এমভি গ্রিন লাইন-৩ নামে দুটি জাহাজ যোগ হয়েছে বরিশাল-ঢাকা নৌপথে। জাহাজ দু’টি মাত্র ৫ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল ও বরিশাল থেকে ঢাকায় ডে-সার্ভিসে আসা যাওয়া করছে। প্রতিটি জাহাজে ৬০০ আসন রয়েছে। ইকোনমি ক্লাসের ভাড়া ৭০০ ও বিজনেস ক্লাসের ভাড়া ১ হাজার টাকা। এ টিকেটেই খাবারের মূল্য অন্তর্ভুক্ত রাখা হয়েছে। জাহাজ দুটির আয়ুষ্কাল ৩০ বছর। এ নৌযান ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাসের প্রবাহ হলেও ডুববে না। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি ফলে এ জাহাজ ডুববে না বরং উল্টে গেলেও ভাসমান অবস্থায় থাকবে। পুরো জাহাজ জুড়ে থাকছে ওয়াই-ফাই সুবিধা। বর্তমান সরকারের এমন পদক্ষেপে সড়কপথে বিশাল এক বিপ্লব ঘটানোর পর এবার নৌপথেও বিপ্লবের অপেক্ষা করছে বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
সিপন মিয়া বলেছেন: দারুণ পদক্ষেপ।