নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের প্রথম পোড়া রোগীদের অত্যাধুনিক হাসপাতাল বাংলাদেশে

০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২



রাজধানী ঢাকায় স্থাপন করা হচ্ছে বিশ্বের প্রথম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।কাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্মাণকাজ উদ্বোধন করবেন।ইনস্টিটিউটটি হবে ১৭ তলা বিশিষ্ট,যার মোট ব্যয় ধরা হয়েছে ৫৩৮ কোটি টাকা। এই প্রকল্পটি ২০১৮ সালের জুনের আগেই শেষ হবে। এটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এতে ১০০টি কেবিন, ৪০ বেডের আইসিইউ, ৬০ বেডের এসডিইউ, ১২টি অপারেশন থিয়েটার থাকবে। এছাড়াও পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং সকল পরীক্ষা-নিরীক্ষার অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। বার্ন ও প্লাস্টিক সার্জারির ওয়ান স্টপ সার্ভিস হবে এটি। থাকবে কনফারেন্স রুম এবং ক্লাস রুমও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বার্ন ও প্লাস্টিক সার্জারির উন্নত চিকিৎসার জন্য বিশ্বমানের এ ইনস্টিটিউট নির্মাণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। রাজধানীর চানখাঁরপুলের টিবি হাসপাতাল সংলগ্ন প্রায় দুই একর জমির ওপর এ ইনস্টিটিউট নির্মাণ করা হবে। বিশাল ভবনের প্রথম ইউনিট হবে পোড়া রোগী চিকিৎসার জন্য। দ্বিতীয় ইউনিট হবে প্লাস্টিক সার্জারির। ফলে প্লাস্টিক সার্জারির জন্য রোগীদের আর দেশের বাইরে যেতে হবে না। বিশ্বের কোথাও ৫০০ বেডের বার্ন কিংবা সার্জারি ইনস্টিটিউট নেই। এটি হবে সারাবিশ্বের পোড়া রোগীদের চিকিৎসার রোল মডেল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: আওয়ামীলীগ যখন বিরোধি দলে যাবে তখন তারা সরকার পতনের জন্য গাড়ী পোড়াবে তখন জনগনের কাজে আসবে...

বিশ্বের অন্য কোন দেশ এতো বব`র না যে তারা মানুষ পুড়িয়ে মারে... তাই ৫০০ বেড ওয়ালা হাসপাতাল বিশ্বে কোথাও নাই।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: ভালো সংবাদ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

বিজন রয় বলেছেন: তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.