![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
দেশে একটি নামকরা টিভি চ্যানেলের "টকশো"তে খ্যাতিনামা সাংবাদিক মাহফুজ উল্লাহর বক্তব্য শুনছিলাম। দেশের নিরাপত্তা বিবেচনায় মহামান্য আদালতের বায়োমেট্রিক্স পদ্ধতিতে সীম নিবন্ধনের পক্ষে রায় দেয়ার পরেও শুধুমাত্র সরকার বিরোধী মনোভাবের কারণে দেখলাম মাহফুজ উল্লাহর চরম মিথ্যা কথা বললেন। জাতি মাহফুজ উল্লাহর ন্যায় প্রথিতযশা সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক বক্তব্য ও উপদেশ আশা করে, নির্লজ্জ মিথ্যাচার নয়। তিনি বললেন উনি ওনার এনআইডি নিয়ে সীম গ্রহণ করবেন, বায়োমেট্রিক্সের দরকার কি ? পৃথিবীর কোন দেশেই নেই। বিদেশে নেই, আমাদের দেশে কেন ইত্যাদি ইত্যাদি .... ? প্রমাণসহ মন্ত্রী তারানা হালিম বারবার বলেছেন যে, একটি এনআইডি দ্বারা সন্ত্রাসীরা চব্বিশ/ত্রিশ/ষাট হাজার মোবাইল সীম পর্যন্ত গ্রহণ করে মানুষদেরকে হয়রানী আর জীবন বিপন্ন করছে। এতে মাহফুজ উল্লাহর নিজের সীমও থাকতে পারে। এসব সীম দিয়ে পরিচয় গোপন করে সন্ত্রাসীরা চাঁদাবাজি, অপহরণ, জঙ্গী কাজ আর সন্ত্রাস করে দেশের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করছে। এসব নামবিহীন সীম দ্বারা অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভিওআইপি ব্যবসা করে প্রতিদিন গরীব জনগণের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করছে। পাকিস্থান, সৌদিআরব, বাহরাইন, দুবাই, নাইজেরিয়া এসব দেশে ইতিমধ্যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সীম রেজিষ্ট্রেশন চালু করেছে। ইউরোপে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সীম রেজিষ্ট্রেশন প্রয়োজন নেই, কারণ তাদের জন্মের পরই সকল তথ্যই রাষ্ট্রের নিকট রক্ষিত থাকে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা এমন দূর্নীতিপরায়ণ, ঘুষখোর নয়। দেশ তাদের কাছে বড়। ওই সব দেশে এভাবে চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ ভিওআইপি, খুন খারাপী ও জঙ্গী, হরতাল সহ রাষ্ট্রবিরোধী কার্যক্রম নেই। মাহফুজ উল্লাহরা.... সব দেশের ভিসার জন্য দূতাবাসের কর্তৃক নিযুক্ত ভারতীয় ঠিকাদারের কাছে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন। সকল বিমান বন্দরে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন। দেশে বিদেশে বিভিন্ন অফিস/ প্রতিষ্ঠানে ঢুকতে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন, শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য দেশেই তাদের ফিঙ্গার প্রিন্ট দিতে যত মাথা ব্যাথা আর আপত্তি। বায়োমেট্রিক্স বিষয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছনে। আসুন মন্ত্রী তারানার আর সাংবাদিক মাহফুজ উল্লাহর বক্তব্য শুনে দেশের জন্য সঠিক কাজটি করি।
1. https://youtu.be/zCQq3JK12As
2. https://youtu.be/zKhd0I4GhFY
3. https://youtu.be/wG-ZdYAH1_Q
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭
নীল আকাশ ২০১৬ বলেছেন: যাক, তারানারে ভালো পায় - এইরকম অন্তত একজন ব্লগার খুজে পাওয়া গেল
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৪
সাগর মাঝি বলেছেন: লেখাটা মনে হয় অন্য কোথাও পড়েছি। তবে লেখাটা অনেক যুক্তিক বটে।