![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্রের দুপুর। খা খা রোদ্দুরে বাহিরের দিকটাকে মনে হচ্ছে ওভেন। যেথায় আনুমানিক ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিদ্ধ হচ্ছি প্রতি সেকেন্ডে। তবু হাঁটছি। এই শহরে সবখানে রিক্সায় চড়তে নেই। বাস, টেম্পু আছে অবশ্যই। তবু আজ প্রকৃতি অনুভবের জন্যই হাঁটা। মাথার উপরে ফ্লাইওভার। দুপাশে রাস্তা আর মাঝখানে হাঁটার জায়গা। ফ্লাইওভারের এক পাশ ঘেষে পড়ছে রোদ ঠিক গায়ের উপর। ফ্লাইওভারের প্রত্যেকটা কলাম সবুজ ঘাসের কার্পেট মোড়ানো। দু’পাশে বাগানের কাজ চলছে দ্রুত। আমি যে এই রাস্তায় আজ হাঁটছি তা নয়। আগে ও হেঁটেছি যখন ফ্লাইওভার ছিল না। অনেকবার জ্যামে আটকে নিজেকে কত ধৈর্যশীল ভেবেছি হিসেব নেই। এটা কি সেই রাস্তা? এটা কি সেই শহর্? যে শহরে গত ৩ বছর আগে ও রাস্তার মাঝখানের ব্যারিকেড এ আনন্দে হেঁটেছি। গাছের ছাযা আর দক্ষিণা হাওয়ার হিমেল পরশে মন ভরিয়েছি। একটার পর একটা গাছ পাড়ি দিতে দিতে নিজের অজান্তে মুরাদপুর থেকে ২ নং গেইটে পৌঁচেছি।। চাঁদনী রাতগুলোতে গাছের ফাঁকে ফাঁকে উঁকি মেরে চাঁদ দেখেছি আর হেঁটেছি। তখন ভাবতাম এই শহরে যান্ত্রিকতার মাঝে ও প্রকৃতিকে অনুভব করা যায়। কত আনন্দই না লাগতো সে সময়ে। তখন ও রোদ ছিল্। তখনো গাছের ছায়ার ফাঁকে আবছা রোদ গাঁয়ে ঝিলিমিলি খেলত। তবু কখনো মনে হয়নি ওভেনের মধ্যে আছি। আর এখন সবুজ পেইন্টিং এ ভরা ফ্লাইওভারের কলামগুলো দৃষ্টি আঁকড়ে রেখেছে। উপরের ছাদ আকাশ দেখার পথ রুদ্ধ করে রেখেছে। এই শহরের রাস্তায় এখন মন ভরে বৃষ্টিতে ভিজা সম্ভব নয়। সম্ভব নয় ইচে্ছ হলে চাঁদ দেখার। সম্ভব নয় গাছের ছায়ায় মুগ্ধ হওয়ার । লালে লাল কৃঞ্চচূড়ার পাঁপড়িতে আর ভরে উঠবে না এই শহরের রাজপথ। বৈশাখি ঝড়ে কখনো শখের ছাতাটি উড়িয়ে দেয়া যাবে না। এই শহরের রাস্তা থেকে কখনো দেখা যাবে না অচেনা বালকের ঘুড়ি। তাই দেখে ঘুড়ি কেনার জন্য বায়না ধরবেনা আর কোন শিশু। সবকিছু হারাতে হারাতে শহরটা যান্ত্রিক হয়ে গেছে। এখন আমিই শুধু যান্ত্রিক হওয়া বাকি।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
সুলতান মুহাম্মদ রিয়াজ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবি দুটি কোথাকার?
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সুলতান মুহাম্মদ রিয়াজ চৌধুরী বলেছেন: চট্টগ্রামের আকতারুজ্জামান ফ্লাইওভারের
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪
এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: ভালো লিখেছেন। ছবি দুটি সম্ভবত চট্টগ্রামের জিইসি মোড় এলাকার।
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
সুলতান মুহাম্মদ রিয়াজ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আপনি কি হতাশায় আছেন?
নাকি বিষন্নতায়?
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০
সুলতান মুহাম্মদ রিয়াজ চৌধুরী বলেছেন: ভাবছি কোনটায় আছি বললে খুশি হবেন। অবশ্য আমি ভুগছি শূণ্যতায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬
রোকনুজ্জামান খান বলেছেন: ভালো