![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগুন ঝরা ফাগুন বেলায়
মেঘের খেলা দেখতে যদি ইচ্ছে করে।
তুমি আমি, আমি তুমি,
জীবনটাকে উস্কে দিও একটু করে।
আগুন ঝরা দুপুরগুলোয়
তুমিও ছিলে আমিও ছিলাম-
কাচেরমত সন্ধ্যাগুলো বেহাত হলো।
এখন আমার সন্ধ্যাগুলো
নষ্ট মেয়ের কষ্ট নিয়ে বন্ধ্যা হলো।
©somewhere in net ltd.