![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।
মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিজ্ঞানীদের গবেষনার অন্ত নেই। এর ব্যবহার নিয়ে বিজ্ঞানীরা এখন দু'ভাগে বিভক্ত। একদল বলেন, লাগাতার মোবাইল ফোন ব্যবহারে মস্তিস্কে টিউমার হয়। অন্য দলের বিজ্ঞানীরা অবশ্য এর সারবত্তা খুজে পান না। বলে থাকেন, এটি এখনও গবেষনা সাপেক্ষ। এমতাবস্থায় আমেরিকান বিজ্ঞানীরা মোবাইল ব্যবহারের একটি ভালো দিক খুজেঁ পেয়েছেন। আমেরিকান প্রাণ রাসায়নবিদ ডেভিড মিলক্যান সম্প্রতি বলেছেন, এক নাগাড়ে মোবাইল ব্যবহারে মস্তিস্কে গ্লোকুজের বিপাক তরান্বিত হয়। এতে মস্তিস্ক সতেজ থাকে। গ্লুকোজের বিপাকে কোষ শক্তি পায়। মোবাইলের ব্যবহারে মস্তিস্কে গ্লুকোজের বিপাক বাড়ে। এটি কোষ তথা শরীরের পক্ষে ভালো। ড. হ্যানস পাওয়েল নামের অপর বিজ্ঞানীও এ তথ্যের সাথে একমত পোষন করেছেন।
৩০ শে জুলাই, ২০১১ দুপুর ১:১৯
কাজী রিদয় বলেছেন: আমার মনে হয়, ভালো আর মন্দ যাই হোক, অন্তত এই একটি বিষয় কপালের উপর ছেড়ে দেয়া ছাড়া অন্য কোন উপায় নেই। কারন এটি তো এখন প্রয়োজনের বাহন হয়ে দাড়িয়েছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১১ সকাল ৭:০৭
শাহানা বলেছেন: শুনে শান্তি পাব ভেবেছিলাম। কিন্তু ক্ষতিকর বিষয়গুলোই বেশি মনে আসছে।