![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতিকদের অনেকের পরিবার সম্পর্কেই জানি।
যেমন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর স্বামী প্রয়াত বজলুর রহমান ছিলেন সাংবাদিক। দৈনিক সংবাদের সম্পাদক। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন এখনও বিয়েই করেনি বলে শুনেছি। তবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিয়ে করেছেন বলে শোনা যায়। কিন্তু তার স্বামীর নাম কি? তিনি কি করেন? উভয়ের মধ্যে সম্পর্ক কেমন? কেউ জানেন?
ব্যক্তিগত কৌতুহল থেকেই এই জিজ্ঞাসা।
২| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৫
রুবাইয়্যাত বলেছেন: আইচ্ছা।
মাইনাস।
৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১৭
পৃথিবীর আমি বলেছেন: ডা. দীপু মনি বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী। তিনিই এ পদে প্রথম কোন নারী। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
দেশের সেরা চিকিৎসা বিদ্যাপীঠ ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী লাভের পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনির্ভাসিটির স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগী্র অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের ওপর কোর্স করেছেন। ডা. দীপু মনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। সংসদ সদস্য হিসেবে তিনি জাতীয় সংসদে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের প্রতিনিধিত্ব করছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদানের পূর্ব পর্যন্ত ডা. দীপু মনি মানবাধিকার, নারী অধিকার, স্বাস্থ্য আইন, স্বাস্থ্য নীতি ও ব্যবস্থাপনা, স্বাস্থ্য অর্থায়ন, কৌশলগত পরিকল্পনা, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচিতে আইন ও সংবিধানের আওতায় স্বাস্থ্য ও মানবাধিকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করছিলেন।
গত দশ বছর যাবত ডা. দীপু মনি এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কেবিনেট মন্ত্রী ও জনপ্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পদস্থ প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের নিকট তার দল ও দলীয় নেত্রীর প্রতিনিধিত্ব করছেন। তিনি একাধারে লেখালেখি, শিক্ষকতা, পরামর্শদাতা, গবেষণা, এ্যাডভোকেসি কর্মসূচি পরিচালনা করেন এবং দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকদল নিয়ে গঠিত ফ্রি স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে দুঃস্থ ও স্বাস্থ্যসুবিধা বঞ্চিত মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার কাজ করেন। তিনি গুরুত্বপূর্ণ ইস্যুতে আইন প্রণয়নে জনমত গড়ে তোলার কাজেও নিয়োজিত।
প্রতিনিধিত্বমূলক রাজনীতি ও রাজনৈতিক নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের ব্যাপারে তিনি একজন একনিষ্ট প্রবক্তা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের ঘনিষ্ঠ সহায়তায় তিনি দলীয় নারী কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এ প্রশিক্ষণে তিনি ছিলেন আওয়ামী লীগের দু’জন মাস্টার ট্রেইনারের একজন।
গণতন্ত্র ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সঙ্গী মরহুম এম.এ. ওয়াদুদের কন্যা ডা. দীপু মনি। জনাব ওয়াদুদ ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সদস্য। ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউনিসল-নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে তিনি সুপরিচিত। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জনাব ওয়াদুদ বারবার কারাবরণ করেছেন। জাতির জনকের হত্যাকান্ডের পর মন্ত্রীসভায় অংশগ্রহণে অস্বিকৃতি জানানোর কারণে সামরিক সরকার তাঁকে কারারুদ্ধ করে।
অক্সব্রীজ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশ সুপ্রীম কোর্টের দু’জন ‘সিনিয়র এ্যাডভোকেটের’ অন্যতম জনাব তৌফীক নাওয়াজ ডা. দীপু মনির স্বামী জনাব নাওয়াজ আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি ল’ফার্মের প্রধান। তিনি উপমহাদেশের দু’হাজার বছরের ঐতিহ্যমন্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসাবে পরিচিত ‘আলাপ’ এর একজন শিল্পী। তাঁদের রয়েছে দু’সন্তান- পুত্র তওকীর রাশাদ নাওয়াজ (২০) ও কন্যা তানি দীপাভলী নাওয়াজ (১৫)। জনাব তৌফীক নাওয়াজ ও পুত্র তওকীর রাশাদ নাওয়াজ বাঁশীতে এবং কন্যা তানি দীপাভলী নাওয়াজ বেহালায় ‘আলাপ’ বাজান।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৬
হৃদয়ে বাংলাদেশ বলেছেন:
ধন্যবাদ। দীপু মনি সম্পর্কে অনেক ভাল তথ্য দিয়েছে।
আমি আরো কিছু তথ্য জানি। সম্ভবত আপনিও জানেন। তবুও আপনার লেখার পূর্ণতা দেয়ার জন্য এই তথ্য গুলো উল্লেখ করা প্রয়োজন।
১। দীপু মনিকে সাংবাদিকের প্রশ্ন: আপনি কি মনে করেন কোনো কোনো রাষ্ট্র বাংলাদেশকে 'বাফার স্টেট' হিসাবে ব্যবহার করছে?
দীপু মনির উত্তর: 'বাফার স্টেট' কি?
(বাফার স্টেট এর সংঞ্জা পররাষ্ট্রনীতি বিষয়ে এবিসিডি জ্ঞান আছে এমন যে কারো পক্ষে না জানার কথা না। মজার ব্যাপার হলো আপনার বর্ণিত মহাজ্ঞানী দীপু মনি এটা জানেন না। অথচ তিনি পররাষ্ট্রমন্ত্রী)
২। দায়িত্ব গ্রহণের পর দীপু মনির কৃতিত্ব:
সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে আগে কুয়েতে বছরে গড়ে ২০ থেকে ২৫ হাজার মানুষ যেতেন কর্মসংস্থানের জন্য। আর ২০০৯ সালে গেছেন মাত্র ১০ জন।
বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। সৌদি আরবে ২০০৯ সালে ১৪ হাজার ৬৬৬ জন কর্মী গেছেন বটে কিন্তু একই সময়ে ফেরত এসেছেন ২৭ হাজার ৩০৪ জন। একই ভাবে ২০০৯ সালে মালয়েশিয়ায় ১২ হাজার ৪০২ জন জন জনশক্তি রপ্তানি হলেও এই সময়ে ফিরে এসেছেন ১৬ হাজার ৮৭৭ জন।
দীপু মনি দায়িত্ব গ্রহণের পর সময়ের একটা বড় অংশ কাটিয়েছেন বিদেশে। রাষ্ট্রীয় সফরের নামে খরচ করেছেন কাড়ি কাড়ি টাকা। আর বয়ে এনেছেন উপরের ফলাফল।
এমন একজন কৃতি ব্যক্তির স্বামীর নাম জানতে চেয়ে আমি খুবই অন্যায় করেছি 'পৃথিবীর আমি'। দুঃখিত সে জন্য।
দীপু মনিকে নিয়ে বাংলাদেশ ভাল নাই। যতদূর জানি ভাল নাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের ‘সিনিয়র এ্যাডভোকেট’ জনাব তৌফীক নাওয়াজ। একসাথে দেখিনাই দুইজনকে কখনও।
৪| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩৮
ইউেক বলেছেন: ২টা প্রশ্ন : ১. উনি ডাক্তার হয়ে কেন আবার আইনবিদ হলেন??
২.অক্সব্রিজ শিক্ষাটা কি ??
জাতির সাথে আমি ও জানতে চাই............
৫| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৭
রাগ ইমন বলেছেন: ঠিক বুঝলাম না !
ডাক্তার হয়ে উনি জানেন না "বাফার " মানে কি?
এইটা তো একটা স্কুল বা কলেজ পাশ স্টুডেন্ট ও জানবে । এখন বইলেন না স্টেট মানেও জানে না ।
না জানলেও শুধু নাম শুনেই তো বুঝে যাওয়ার কথা।
আমার মনে হয় উনি এড়িয়ে যাওয়ার জন্য বলেছেন । " বাংলাদেশ বাফার স্টেট কিনা " - এইটা সত্য হইলেও কোন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকার করার কথা না। উচিতও না ।
কিন্তু উনি এত কোর্স করেও ইন্টার ন্যাশনাল রিলেশন ও নেগোশিয়েশন এ একেবারেই জঘন্য !
বাংলাদেশের বুশ বলা যাইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পররাষ্ট্রমন্ত্রি আর এসেছে কিনা আমি জানি না !
৬| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৫৯
হাম্বা বলেছেন: রাগ ইমন বলেছেন: ঠিক বুঝলাম না !
ডাক্তার হয়ে উনি জানেন না "বাফার " মানে কি?
এইটা তো একটা স্কুল বা কলেজ পাশ স্টুডেন্ট ও জানবে । এখন বইলেন না স্টেট মানেও জানে না ।
না জানলেও শুধু নাম শুনেই তো বুঝে যাওয়ার কথা।
আমার মনে হয় উনি এড়িয়ে যাওয়ার জন্য বলেছেন । " বাংলাদেশ বাফার স্টেট কিনা " - এইটা সত্য হইলেও কোন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকার করার কথা না। উচিতও না ।
কিন্তু উনি এত কোর্স করেও ইন্টার ন্যাশনাল রিলেশন ও নেগোশিয়েশন এ একেবারেই জঘন্য !
বাংলাদেশের বুশ বলা যাইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পররাষ্ট্রমন্ত্রি আর এসেছে কিনা আমি জানি না !
৭| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০০
পারভেজ আলম বলেছেন: আপনের মন্তব্যের উত্তর দেইখা তো মনে হয় আপনে ওনার স্বামীরে আমাগো সবার চেয়ে ভাল চিনেন। হুদাহুদি এই পোস্ট দিলেন ক্যান তাইলে। আর ওনার ব্যার্থতার সাথে ওনার স্বামীর সম্পর্ক কি?
যাউকগা, মাইনাস।
৮| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
@লেখক
দীপু মনিকে নিয়ে বাংলাদেশ ভাল নাই। যতদূর জানি ভাল নাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের ‘সিনিয়র এ্যাডভোকেট’ জনাব তৌফীক নাওয়াজ। একসাথে দেখিনাই দুইজনকে কখনও।
এই সব জানার পরও আপনি বলেছেনঃ তবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিয়ে করেছেন বলে শোনা যায়। কিন্তু তার স্বামীর নাম কি? তিনি কি করেন? উভয়ের মধ্যে সম্পর্ক কেমন? কেউ জানেন?
ব্লগারদের জ্ঞান টেস্ট করতে আইছেন?
৩ নং কমেন্টে 'পৃথিবীর আমি' আপনার চাহিদা পুরণ করতে কিছু তথ্যের যোগান দিয়েছেন। আর আপনি জবাবে কি বলেছেন?
যা বলেছেন তা কি প্রাসঙ্গিক?
আবাল কাহাকে বলে ব্লগের লোকজন খুব ভালো করেই জানে, নতুন করে জানান দেয়ার দরকার নেই। ক্যাচাল করার ইচ্ছে থাকলে সোজা ক্যাচালে নামবেন। ইনিয়ে বিনিয়ে ক্যাচাল টেনে আনা খুবই জঘন্য কাজ।
দীপু মনি বাফার স্টেটের মানে জানে না এরকম মিথ্যা কথা বলছেন কেন?
দীপু মনিকে যখন প্রশ্নটা করা হয়েছিল দীপু মনি তখন নিশ্চুপ ছিলেন। এর মানে এই নয় যে তিনি 'বাফার' শব্দের অর্থ জানেন না।
দীপু মনির সংসার কেমন চলে তা দিয়ে আপনার দরকার কি?
অন্যের পারিবারিক বিষয়ে প্রকাশ্য আলোচনা করার আগে বলেন আপনার বাবা-মা'র সম্পর্ক কেমন। আপনার বাপ ভালো আছে কিনা।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১১
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: দীপু মনির প্রতি আপনার উদ্বেগ বুঝতে পারলাম।
আপনাকে জানানোর জন্য বলছি আমার বাবা মা ভাল আছেন।
দীপু মনির মতো সমস্যায় তারা নেই।
৯| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৯
এস এইচ খান বলেছেন:
আবাল আউয়ামীদের কথা বাদ দেন আর বাদ দেন সোনা মনিদের কথা । আপনি কি একবারও মনে করতে পারেন ৯৬ তে হাসিনা খমতায় থাকাকালীন ডঃ ওয়াজেদ এর সাথে একবারও একত্রে দেখেছেন?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৯
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: দেখি নাই।
ওয়াজেদের প্রতি হাসিনার নিষ্ঠুরতা তো ওপেন সিক্রেট।
স্ত্রী হিসাবে হাসিনা যে ভাল ছিলেন না এটা সবাই জানে। স্বামীর প্রতি তার উদাসীনতা ছিল সীমাহীন। ওয়াজেদ সাহেব ভাল মানুষ ছিলেন বলে রক্ষা।
ওয়াজেদ সাহেবের জন্য মোনাজাত, তিনি জান্নাতবাসী হোক।
মজার ব্যাপার হলো হাসিনা মন্ত্রী সভায় এখন সংসার জীবনে ব্যর্থ নারীদের ছড়াছড়ি।
এরা রাষ্ট্রকে সফল করবে কিভাবে সেটাই প্রশ্ন।
১০| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৪
ত্রিশোনকু বলেছেন: @ পৃথিবীর আমি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান?
-কোন জাতির?
যদি জিয়াকে বলতেন বাংলাদেশী জাতির জনক, মানতাম, কারন বাংলাদেশী জাতীয়তাবাদের জন্ম জিয়া প্রসুত, যেমন জিন্নাহ ছিল পাকিস্তানী জাতির জনক, কারন পাকিস্তানী জাতির কোন অস্তিত্ব ছিলনা পাকিস্তান প্রসবের আগে।
তবে বংগবন্ধুকে যদি বলেন বাংগালী জাতির জনক তাহ'লে আমি বলবো বাংগালী জাতির লিপিবদ্ধ ইতিহাস ১ হাজার বছরের পুরোনো। বাপের জন্ম পোলার পরে কেমন করে হয়?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: বালা প্রশ্ন তুলছেন বাইসাব।
তয় আ'লীগাররা নারাজ অইব কইলাম।
আপনি আসল জায়গায় হাত দিছেন।
১১| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: প্লাস
Click This Link
১২| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৯
পৃথিবীর আমি বলেছেন: পারভেজ আলম বলেছেন: আপনের মন্তব্যের উত্তর দেইখা তো মনে হয় আপনে ওনার স্বামীরে আমাগো সবার চেয়ে ভাল চিনেন। হুদাহুদি এই পোস্ট দিলেন ক্যান তাইলে। আর ওনার ব্যার্থতার সাথে ওনার স্বামীর সম্পর্ক কি?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৩
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: আমি ব্যর্থতার সাথে তার স্বামীর সম্পর্ক খুজি নাই।
শুধু বুঝতে চাইছি সংসার জীবনে তার অবস্থা কি?
সফল না ব্যর্থ।
তয় আপনাদের আতংক দেইখ্যা মনে অইতাছে এটা নিয়াও আপনাদের যথেষ্ট ভয় আছে।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
পৃথিবীর আমি বলেছেন: ত্রিশোনকু :: টপিক ঘুরালেন যে.....কাদা ছোড়াছুড়ি করতে চান??? মন মানসিকতা ভাল করুন...এই নোংরামী আর কত??? আর আমার মন্তব্যের লিংক।।।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
েক আিম বলেছেন: @ইউেক: আক্সব্রীজ হলো অক্সফোর্ড আর ক্যামব্রীজ কে একসাখে আদর করে ডাকা নাম।
@ লেখক: কাউকে ব্যাক্তিজীবন নিয়ে কথা বলাটা অশোভন।
@পৃথিবীর আমি: নোংরামীটা তো আপনাদের নেত্রীই শিক্ষাচ্ছেন। আপনারা জিয়াকে নিয়ে বলবেন তখন সেটা ঠিক আর কেউ বঙ্গবন্ধুর প্রতি সম্মান হারালে নোংরামী।
.. বহু শুনেছি ৭১ এর সময় খালেদাকে নিয়ে খারাপ ইংগীত: বলেন তো শেখ হাসিনা তো প্ররা ৭১ এ পাক বাহিনীর পাহারায় ছিলেন! তো যে পাক আর্মি সারাদেশের মা বোন কে ছাড়ল না তারা হাসিনা কে ছেড়ে দিয়ে ছিল নাকি মিচুয়ালি হয়েছিল কিছু?? (কি নোংরা শোনায় এখন?? নোংরা সব সময়ই নোংরা: সবার ব্যাপারেই নোংরা)
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১১
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন!!!!!!!!
আপনি যুদ্ধাপরাধী
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১১
হৃদয়ে বাংলাদেশ বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন!!!!!!!!
আপনি যুদ্ধাপরাধী
১৫| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৪
লুথা বলেছেন:
এইসব মহিলা সংসার করতে পারে না কখনো...এবং শুধু পডাশুনা করলেই কেও ভালো পররাষ্ট্রমন্ত্রী হবে এমন কথা নাই...
সে "সি" গ্রেডের পররাষ্ট্রমন্ত্রী
১৬| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৮
শৈল্পিক ভাবনা বলেছেন: এ্তো বাজে আর ফালতু দেখি নাই।
মাজে মাজে তো মনে হয় উনি ভারতীয় কোন মন্ত্রী যেভাবে ভারতীয় ব্যাপার নিয়ে কথা বলেন।
১৭| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৯
রেজা হামিদ বলেছেন: ইনিয়ে বিনিয়ে ক্যাচাল টেনে আনা খুবই জঘন্য কাজ।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৭
রাগ ইমন বলেছেন: েখেন , পররাষ্ট্র মন্ত্রনালয়ে উনার পারফরমেন্স খারাপ, এইটা যে কেউ স্বীকার করবে । তিনি যেহেতু একটা পাব্লিক অফিসে বসেছেন তার পাব্লিক কাজের ব্যর্থতা নিয়েই কথা বলুন।
কিন্তু আপনি যেইটা করছেন , সেইটা ভয়াবহ নোংরামি । প্রচন্ড নীচতার পরিচয় দিচ্ছেন আপনি।
আমরা কেউ কি জানি আপনার বাবা আপনার মাকে জুতা দিয়ে পিটায় কিনা?
পিটাতেও তো পারে , বাড়ির ভিতর কি ঘটে না, তার কোন প্রমান তো আপনি দেননি কখনো আমাদের কাছে , তাই না?
দীপু মণিকে আক্রমণ করার বহু উপাদান উনি নিজেই আমাদের হাতে ধরিয়ে দিচ্ছেন প্রতিদিন, বাড়ছে মানূষের ক্ষোভ । তার কাজের সমালোচনাটাই করুন।
অনুমানের উপর নির্ভর করে নোংরা নোংরা ইঙ্গিত দেওয়াতে কারো কোন ক্ষতি বই লাভ তো হয় না , তাই না?
১৯| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪
নীল_পদ্ম বলেছেন: নোংড়ামো।
২০| ২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৫
দূর আকাশের নীল তারা বলেছেন: কারো ব্যক্তিগত জীবন এত কৌতুহলী হওয়ার জন্য মাইনাস।
২১| ২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৭
ত্রিশোনকু বলেছেন: পৃথিবীর আমি বলেছেন: ত্রিশোনকু :: টপিক ঘুরালেন যে.....কাদা ছোড়াছুড়ি করতে চান??? মন মানসিকতা ভাল করুন...এই নোংরামী আর কত??? আর আমার মন্তব্যের লিংক।।
-এখানে নোংরামী করা হয়নি। যে ঊপাধীতে আপনি বংগবন্ধুকে ভুষিত করেছেন সে ঊপাধীর ব্যাপারে যুক্তিযুক্ত প্রশ্ন ছিল ওটা, আর কিছু নয়, প্রেম আর অন্ধ ভক্তির মধ্যে কিছু ব্যাবধান আছে।
যাই হোক, প্রসংগান্তরে চলে আসার জন্য দূঃখিত।
২২| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭
সাপিয়েন্স বলেছেন: ক্ষমতাবান ব্যক্তিরা নিজেদের সরকারী দায়িত্ব সঠিক ভাবে পালন করেছেন বা করছেন কি না, তা আলোচনার বিষয় হতে পারে, ব্যক্তিগত জীবন সম্পর্কে আন্দাজী কথা বলা ঠিক না। আমি জানুয়ারী মাসে বিমানবন্দরে দীপু ও তাঁর স্বামীকে একসাথে ফিরতে দেখেছি উৎফুল্ল চিত্তে। ওয়াজেদ সাহেবের পাগলামীর গল্প শুরু করলে বিরাট বই হয়ে যাবে। হাসিনাকে (বা খালেদাকে) প্রধান মন্ত্রী হিসেবে আমি যতই অযোগ্য ভাবি না কেন, এঁরা দুজনই মেধাবী কিন্তু এক্সেন্ট্রিক ওয়াজেদ সাহেবের চেয়ে ক্ষমতায় বেশি নির্ভরযোগ্য।
দীপুর স্বামী এক সময় কামাল হোসেনের সহকারী ছিলেন। বেশ হাসিখুশী মানুষ।
২৩| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পররাষ্ট্রমন্ত্রীর সরকারী জীবনী
২৪| ০২ রা মে, ২০১০ রাত ৯:৫৯
ব্লগ মাফিয়া বলেছেন: দিপু মনির জন্য বড়ই দুঃখ হয়....
click this link_dipumonir kando...
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০৯
তায়েফ আহমাদ বলেছেন: একটু কষ্ট করতে শিখেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বায়োডাটাটা পড়ে নেনে।
এখন আবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট ঠিকানাটা চেয়ে বসবেন না যেন!