নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিদ্ওয়ান মাহমুদের ব্লগ

রিদ্ওয়ান মাহমুদ

নাম রিদওয়ান। পিউর আকীকা দেওয়া নাম। অনেক বড় বড় স্বপ্ন দেখি। খেতে পছন্দ করি। গানও ভালবাসি। একটু অলস,বেশি না। ইচ্ছা হলেই লিখি। পছন্দের তালিকাটা বিশাল। অপছন্দের তালিকাটা খুব ছোট। খামাকা ত্যানা প্যাচান যারা তাদের অপছন্দ করি। অপছন্দ করি যারা যুক্তির বাইরে এরোগেন্স বা ওদ্ধত্যকে প্রকাশ করেন। আমার ব্লগে আসতে হবে এমন কোন কথা নেই। তবে পিলাস মাইনাস দেওয়ার আগে পোষ্টটা পড়তে হবে, এটা দাবি।\nফি আমানিল্লাহ।

রিদ্ওয়ান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবের আগুন জ্বলতে থাকে। পুড়ে করে ছারখার।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭


ছবিটা মিডল ইস্ট মনিটরে প্রকাশিত।
সমাজের অন্তর্দাহ যখন অসহনীয় হয়ে উঠে, অনিবার্য হয় সমাজের ভাঙ্গন। সময় আসে নতুন সমাজ গড়ার।
মিসরের বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সামরিক অভ্যূত্থানের বিরুদ্ধে সংগ্রাম চলতে থাক। নিপীড়ত জনতার প্রতিরোধ চলতে থাক।
বিশ্ব এখন পরিবর্তনের আকাংখায়।
মিসর থেকে শুরু। শেষ হবে বিশ্বের প্রতিটি কোণায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


কিছু একটা লেখেন, যার কোন অর্থ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.