| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দানিং সময়টা ভাল যাচ্ছে না,কিছু কষ্ট,কিছু
যন্ত্রনা কিছু মানুষের দেওয়া মানসিক যন্ত্রনার
কারনে বেঁচে থাকার সর্প্নটা দিনে দিনে হারিয়ে ফেলতেছি,সত্যি অভাগা মানব আমি,যে দিকে
তাঁকাই শুধুই শুন্যতা,আর শুন্যতা,।
ভদ্রতার মুখোশ পড়ে কিছু বন্ধুরুপী দানব আমার,জীবনটাকে অনিশ্চত ভবিশৎয়ের
দিকে টেলে দিয়েছে,ওদের নিষ্টুর ব্যবহার
অমানবিক আচরন আমার কোমল হূদয়কে
করেছে ক্ষত বিক্ষত,অপ রাজনীতি এবং অপ
রাজনিতীবিদের কৌট কৌশলের যাঁতাকলে
নিস্পেশিত হয়ে যাচ্ছে আমার সুন্দর জীবন,
না পারছি সহ্য করতে না পারছি,জোরালো
প্রতিবাদ করতে,কারন কালো টাকার মালিক
ভুমি দস্যু দখলবাজ,এবং পেশি শক্তির দাপড়ে
আমার মত মধ্যবিত্ত পরিবার থেকে উড়ে আসা
সাধরন রাজনৈতিক কর্মী খুব বেশি অসহায়।
একবুক আশা আর ভালবাসার পসরা সাজিয়ে
কৈশোর,শৈশব,যৌবনের সোনালী সময় টুকু
যে মহান নেতার আদর্শে উজ্জবিত হয়ে ব্যায়
করেছিলাম,রাজনীতির ময়দানে যাদেরকে পিতৃ
তুল্য, বড় ভাইয়ের আসনে বসিয়ে ছিলাম সে
নেতারা যখন পিতৃ পরিচয় হীন,শাসনহীন
সমাজের সুবিধা বঞ্চিত অনাদরে অবহেলায়
বেড়ে উড়া পথ শিশুদের মত আচরন করে তা
হলে কোন ভদ্র সমাজের, সজ্জন পরিবারের
কোন শিক্ষিত তরুন এই কুলষিত রাজনীতার
পথে পা বাড়াবে কি? না বাড়াবে না! তাহলে
এই রাজনীতির মাঠ কি সে সব নীতিহীন,
মানুষের হাতে চলে যাবে?
বিপদে পড়লেই বুঝা যায় আসল বন্ধুর পরিচয়
যাদের নেতা বানাতে রাজপথে নাওয়া খাওয়া
ভুলে গিয়ে জীবনের প্রথম ভালবাসা প্রথম
প্রেম জয়বাংলা শ্লোগান দিয়ে রাজপথ মখরিত
করেছিলাম, যাদের সম্মনহানি হবে বলে কখনে
নিজের সম্মানের কথা চিন্তা করিনি , যাদের কে
ভালবাসতে গিয়ে নিজের মা বাবা ভাই বোনের
কথা চিন্তা মাথায় আনিনি,সে সব ভালবাসার
মানুষ গুলির নিষ্টুর অমানবিক আচরন, তাদের
নিষ্টুর চাহনি সহ্য করা খুবই কষ্টকর,।
যদি জানতাম,চাটুকারিতা,না করলে নেতার
বাড়ি ঘরের কাজের লোকের মত ওদের সাথে
সম্পর্ক না থাকলে রাজনীতির মাঠে টিকে থাকা দায়! যদি জানতাম জি হুজুর, জি হুজর না করলে
করলে পোষ্ট পদবী পাওয়া যায় না,তাহলে কখনো এই নষ্ট রাজনীতির পথে পা দিতাম না।
একটি কথা সবার মনে রাখা উচিৎ এই ক্ষমতার
দাপড় চির স্হায়ী নয়, শেষ হবে একদিন শেই
দিন কেউ শুনবে না তোমার কান্নার আওয়াজ।
২|
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
৩|
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১
শাহাদাত হোসেন বলেছেন: একটি কথা সবার মনে
রাখা উচিৎ এই
ক্ষমতার
দাপট চির স্হায়ী নয়,
শেষ হবে একদিন সেই
দিন কেউ শুনবে না
তোমার কান্নার
আওয়াজ।
সত্য কথা বলছেন ভাই।
৪|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৩
রিদুয়ানুল হক বলেছেন: ধ্যনবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর পোষ্ট
ভাললাগা রইল