নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখার চেষ্টা করে চলেছি,চেষ্টা সফল হচ্ছে না।ভার্সিটি আমাকে টানে না।কাজের কাজ যেটা হচ্ছে গলায় \'পড়ালেখায় করছি\' এমন একটা সার্টিফিকেট ঝুলে আছে।

কাজী রিফাত

আমি পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছে আকাশের দিকে তাকাই।আমার আকাশ তাঁরা শূন্য।

কাজী রিফাত › বিস্তারিত পোস্টঃ

মানবসত্ত্বা!

০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩৬

-আচ্ছা রিফাত মানুষ চেনার সহজ উপায় কি?
-মানুষ চেনার আবার সহজ উপায় আছে নাকি?মানুষ চিনতে হবে কঠিন উপায়ে।
-খুব তোমার কঠিন উপায় তাই না?আমাকে কোন কঠিন উপায়ে চিনলে শুনি?
-তোমাকে চিনেছি কে বললো?প্রতিনিয়ত চেনার চেষ্টা করছি চিনতে পারছি না তো।তাতে আরও অবাক হচ্ছি,সারাজীবন শুনেছি মেয়েরা রহস্যময়ী।কিন্তু রহস্যর ভাণ্ডার যে এত গভীর সেটা তো তোমাকেই দেখে বুঝতে পারছি।

নীরা কুটকুট করে হাসে,মেয়েদের কুটকুট হাসিতে মানায় না তবে নীরাকে মানায়।সব হাসিতে মানায়।

-নীরা আমি জানি তুমি আমায় প্রচন্ড ভালোবাসো তবুও কি তোমার কখনও ফেসবুকে কোন সুদর্শন যুবক দেখলে কথা বলতে ইচ্ছে হয়?অথবা ফোনালাপ?
-হ্যাঁ সত্যি বলছি।ইচ্ছে হয়।
-কারণটা কি?ভালোবাসায় খাঁদ আছে বলে?
-একদম না।ভালোবাসায় খাঁদ নেই খাঁদ আসলে মানবসত্ত্বায়।তোমার ইচ্ছে হয় না?

রিফাত নিশ্চুপ।মুখরিত যুগলের কথোপকথন আচমকা থেমে যায়।তারা অন্যদিকে তাকিয়ে অনুশোচনা করে।এমনটা আসলে কেনো হয়?মানবসত্ত্বার খাঁদ ভরাট করার কোন উপায় কি আদৌ আছে?

সহজ স্বীকারোক্তি "নেই"।প্রচণ্ড ভালোবাসা থাকা সত্ত্বেও সেখানে তৃতীয়পক্ষ আসবে।এই তৃতীয়পক্ষ প্রকৃতি নিজ হাতেই তৈরি করে দেয়।

পৃথিবীর প্রত্যেকটা নীরা আর প্রত্যেকটা রিফাত একি সমস্যায় ভুগছে।এই সমস্যার সমাধান নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৮

আমিই মিসির আলী বলেছেন:
সহজ স্বীকারোক্তি "নেই"।প্রচণ্ড ভালোবাসা থাকা সত্ত্বেও সেখানে তৃতীয়পক্ষ আসবে।এই তৃতীয়পক্ষ প্রকৃতি নিজ হাতেই তৈরি করে দেয়।


সবার ক্ষেত্রে তৃতীয় পক্ষ টিকতে পারে না।

লেখা ভালো লাগছে।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫

কাজী রিফাত বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.