![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছে আকাশের দিকে তাকাই।আমার আকাশ তাঁরা শূন্য।
একদিন আমরা ঠিক সুস্থ হয়ে উঠবো।পিক আওয়ারে প্রেমিকার ফোন ওয়েটিং ছাপিয়ে,মেসেঞ্জারে প্রেমিকার কাছে ভালোবাসা চাওয়া ছেড়ে আমরা ছড়িয়ে পরবো প্রকৃতিতে।মুহূর্তেই আমাদের ভালোবাসা পালটাবো।কৃত্রিম ভালোবাসাকে পিছনে ফেলে আমরা জোছনাকে ভালবাসবো,চাঁদকে রাতে জানালায় নামিয়ে আনবো।ছুঁয়ে দিতে চাইবো।নিষিদ্ধ প্রেমকে তুচ্ছ করে খোলা আকাশের নিচে পরম মমতায় বৃষ্টিকে জড়িয়ে ধরবো।
তারপর একদিন পৃথিবীটাকেও তুচ্ছ করে অনন্ত নক্ষত্রবীথিতে চলে যাবো।অনন্ত নক্ষত্রবীথিতে বসে আমরা রবীন্দ্র শুনবো আর এক দৃষ্টিতে পৃথিবী দেখব।সেদিন আমাদের প্রেম ছড়িয়ে পরবে অনন্ত নক্ষত্রবীথিতে।
বিপরীত লিঙ্গের সাথে প্রেমকে আমরা একদিন ঠিক তুচ্ছ করব।এই উদাসী গ্রহের প্রেমকে তুচ্ছ করতে পারলেই আমরা সুস্থ হয়ে যাবো।একদম সুস্থ হয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩১
কানিজ রিনা বলেছেন: একদম সুস্থথ হয়ে যাব, একদম সুস্থ।