![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছে আকাশের দিকে তাকাই।আমার আকাশ তাঁরা শূন্য।
শিমুল গাছের ডালে একটা অচেনা পাখি।পাখিটার গায়ের রঙ হালকা গোলাপি আর দু ডানায় আবছা নীল রঙের ছাপ।অন্য ডালের পাখিগুলো আড়চোখে পাখিটাকে পর্যবেক্ষণ করে।
যেমন করে হালকা গোলাপি রঙের জামদানী পরা মেয়েটার দিকে অতি উৎসাহে তাকিয়ে থাকে কিছু উৎসাহী চোখ।
হয়তো বলতে চায় "এই মেয়ে গোলাপি জামদানীর সাথে নীল পার যায় না"
অন্য ডালের পাখিগুলোর মানুষের মত কথা বলার ক্ষমতা নেই থাকলে তারা পাখিটাকেও হয়তো একি কথা বলতো।
পাখিটার কথা পছন্দ না হলে শিমুল গাছ থেকে উড়ে অন্য গাছে চলে যেতে পারে কিন্তু পৃথিবীটা শিমুল গাছ না আর মানুষের পাখা থাকে না।তাই কথা পছন্দ না হলে এই গ্রহের মেয়েরা উড়ে অন্য গ্রহে যেতে পারে না।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩১
fa siam বলেছেন: চমৎকার