নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রিফু।বয়স সদা পরিবর্তনশিল।তাই বয়সের কাছে হাত পাতি না।পেশা বলতে কিছুই নেই,ছাত্র মানুষ।আমৃত্যু ছাত্র।রগচটা।মুখে হালকা দারি।শেভ করা পছন্দ করিনা।চুল ২ মাসে একবার কাটি।গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা(লোকে বলে)।আমি বাঙ্গালি,ভাত মাছ পছন্দ,মাংস খাইনা,আবার খাওয়া হয়,

রিফু আলম

রিফু আলম › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতা

০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২২

সে এসেছিল।
রোজকার মত স্বপ্নে নয়।
সে এসেছিল আমার সামনে,
সে থমকে দারিয়ে গেল,
আর আমি নিশ্চুপ।
যদি তাকে ফিরতে বলতাম হয়তো ফিরে পেতাম,
কিন্তু আমি একদম নিশ্চুপ।
কেন জানি আবার জানিনা।
সে সামনের পথ ধরে এগিয়ে গেল,
জনস্রোতে হারিয়ে গেল,
আমি চেয়েই রইলাম।
সে ফিরে গেল।
আমি নির্বাক ফিরে এলাম,আমার বারান্দায়,
আবার নিকোটিন,আবার স্মৃতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.