নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এসেছিল।
রোজকার মত স্বপ্নে নয়।
সে এসেছিল আমার সামনে,
সে থমকে দারিয়ে গেল,
আর আমি নিশ্চুপ।
যদি তাকে ফিরতে বলতাম হয়তো ফিরে পেতাম,
কিন্তু আমি একদম নিশ্চুপ।
কেন জানি আবার জানিনা।
সে সামনের পথ ধরে এগিয়ে গেল,
জনস্রোতে হারিয়ে গেল,
আমি চেয়েই রইলাম।
সে ফিরে গেল।
আমি নির্বাক ফিরে এলাম,আমার বারান্দায়,
আবার নিকোটিন,আবার স্মৃতি।
©somewhere in net ltd.