নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫৬হাজার বর্গ মাইলের এক খন্ড ভুমি,
যার গর্ভে আমার জন্ম,আমি এই গর্ভ ধারিনির চরন চুমি,
এখানে ঝর হয়,বৃষ্টি হয়,পাখি গায়,
এখানে আলোছায়ার চলে নৃত্য,
এখানে ঋতু খেলা করে,
এখানে নদিরবুকে পালতোলে,এখানে সাগর হুংকার দেয়,
এ আমার মাতৃভুমি,
৫৬হাজার বর্গ মাইলেই একখন্ড ভুমি,
১৯৭১ সালে যার জন্ম,
যার গায়ে আজো আছে বুলেট,বারুদের গন্ধ,
আর ভেষে বেড়ায় চিল শকুনের খাওয়া লাশ,লাল রক্তে ভেজা যুবকের শার্টের প্রতিচ্ছবি,
এই আমার দেশ,
এই ক দিন আগেই তার জন্ম যার নারি এখনো শুকায় নি,
যার বুকে এখনো সংগ্রাম হয়,বুকে বিধে বুলেট কিংবা লাথি,
এ আমার দেশ, জন্মদাত্রি এক দেশ,
৫৬হাজার বর্গ মিটারের এক খন্ড ভুমি,
চির সবুজ মাতৃভুমি।
©somewhere in net ltd.