নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রিফু।বয়স সদা পরিবর্তনশিল।তাই বয়সের কাছে হাত পাতি না।পেশা বলতে কিছুই নেই,ছাত্র মানুষ।আমৃত্যু ছাত্র।রগচটা।মুখে হালকা দারি।শেভ করা পছন্দ করিনা।চুল ২ মাসে একবার কাটি।গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা(লোকে বলে)।আমি বাঙ্গালি,ভাত মাছ পছন্দ,মাংস খাইনা,আবার খাওয়া হয়,

রিফু আলম

রিফু আলম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

৫৬হাজার বর্গ মাইলের এক খন্ড ভুমি,
যার গর্ভে আমার জন্ম,আমি এই গর্ভ ধারিনির চরন চুমি,
এখানে ঝর হয়,বৃষ্টি হয়,পাখি গায়,
এখানে আলোছায়ার চলে নৃত্য,
এখানে ঋতু খেলা করে,
এখানে নদিরবুকে পালতোলে,এখানে সাগর হুংকার দেয়,
এ আমার মাতৃভুমি,
৫৬হাজার বর্গ মাইলেই একখন্ড ভুমি,
১৯৭১ সালে যার জন্ম,
যার গায়ে আজো আছে বুলেট,বারুদের গন্ধ,
আর ভেষে বেড়ায় চিল শকুনের খাওয়া লাশ,লাল রক্তে ভেজা যুবকের শার্টের প্রতিচ্ছবি,
এই আমার দেশ,
এই ক দিন আগেই তার জন্ম যার নারি এখনো শুকায় নি,
যার বুকে এখনো সংগ্রাম হয়,বুকে বিধে বুলেট কিংবা লাথি,
এ আমার দেশ, জন্মদাত্রি এক দেশ,
৫৬হাজার বর্গ মিটারের এক খন্ড ভুমি,
চির সবুজ মাতৃভুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.