নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের বাইরের দিকের চাইতে তার মানসিক দিকটাই আমাকে বেশি আকর্ষণ করে । যখনই একটা মানুষের সাথে পরিচিত হই তখনই জানতে ইচ্ছা করে এই মানুষের মনের মধ্যে কি আছে !!এই মানুষের মানসিক দিকটা কেমন ? সহজ নাকি জটিল ?এই মানুষের মনের মধ্যে কি গভীর কোনো কষ্ট আছে কিংবা হতাশা ??আমার চোখের সামনে যা ঘটে আমি খুব মনোযোগ দিয়ে তা দেখি ।আমার চোখের সামনে কেউ একটা কাজ করল,আমি সবসময়ই চিন্তা করি, এই কাজের পেছনে এই মানুষটার মোটিভ কি ?তার মনের মধ্যে কি ছিল এই কাজ করার পেছনে ? আমি অনেক উত্তর পেয়ে যাই ।অনেক সময় অনেক ছোট একটা কাজ অনেক বড় কিছুর দ্বার খুলে দেয় ।আবার অনেক বড় কাজের পেছনে থাকে খুবই ক্ষুদ্র একটা কারণ । যে মানুষের সাথে আমার কোনোদিন কথা হয়নি কিন্তু চোখের সামনে দেখি তার মনের অনেক কথা দূর থেকে বুঝতে পারি । মানুষের মন মারাত্বক রকমের জটিল । আমি এই জটিল জিনিসটার সহজ ব্যবচ্ছেদ আমাকে আকর্ষণ করে। আমি মানুষকে খুব ভালো চিনতে পারি । খুব দ্রুত ভালোভাবে চিনতে পারি ..
©somewhere in net ltd.