নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

দোষটা আসলে কার / কাদের ??

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

আপা আমার ছেলে খুব কান্নাকাটি করছে, আপনারা ওকে আবার থ্রির বই দিয়েছেন তাই। ও আর থ্রিতে পরবে না। এইবারের মত আমার ছেলেকে পাশ করিয়ে দেন। এরপর থেকে আমি তার পুরোপুরি খেয়াল রাখব।
আম্মুর উদ্দেশ্যে এক অভিভাবকে বক্তব্য। B:-)
বলাবাহুল্য, সেই অভিভাবকের গুণধর দাওয়াত খেতে গেছিল, এই বাহানায় একটা পরীক্ষাই দিতে আসেনি, এই বিষয়ে তার মা মোটেও অবগত নন। যদি পরীক্ষা দিতেও আসত তবুও এই আবদার যুক্তি সংগত ছিল না।
এক্ষেত্রে দোষটা মূলত কার? অনেকেই বলবেন বাচ্চাটা পাজি। তা-ই কি? শিশু মাত্রই অনুকরণ প্রিয়। আর এই বাচ্চাটার বয়সই দেখার এবং শেখার। বিচার বিবেচনার বয়স তো তার এখনও হয়নি। বাচ্চাটা যখন দেখছে, বোর্ড পরীক্ষায় কেউ উপস্থিত না হয়েই A+ পেয়ে যাচ্ছে। তখন তো সে স্কুলের সামান্য একটা বার্ষিক পরীক্ষা না দিয়ে শুধুমাত্র পাশের আবদার করছে। এটা মোটেও বড় বিষয় নয়। B-)
দোষ মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এরকম নাম মাত্র অভিভাবকের। যারা সন্তানের অত্যধিক ভালো বাবা-মা হতে গিয়ে সন্তানের জীবনটা নরক বানিয়ে দেয়। শত ধিক্ এই শিক্ষা ব্যবস্থাকে যে জাতির ভবিষ্যৎকে জাতির কলঙ্কে পরিণত করে। শত ধিক্ এই অভিভাবকদের যারা সন্তানের ভবিষ্যৎ গড়ার আগেই তাদের ধ্বংসের পথ দেখায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: এমন আদুরে ভালোবাসা উচ্চব্রিত্তের মাঝেই দেখা যায়।
আর শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু না বলাই ভালো, লিখা শেষ হবে না :D :D :D :D

অনেক ভালো লিখছেন। চালিয়ে যান।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

তানজিম চেতনা বলেছেন: এই ভালোবাসা নিম্নবিত্তের মাঝেও ছড়িয়ে গেছে। :( এইটা নিম্নবিত্ত পরিবারের অভিভাবকের মন্তব্য!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.