![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোৎস্নাবিলাসী..
হাজার রজনী আমি ঘুমহীন জেগেছি,
ধোয়ার ভিড়ে খুঁজেছি তোমার স্মৃতি ,
জানি ভালোবাসো না তবু তোমায় ভেবে চলেছি !
আমার চোখে আজ শুধুই রুক্ষতা,
আগ্নেয়গিরির রক্তিম লাভার মতোই উত্তপ্ত !
তোমার চোখের জলে ভিজতে চাই,
হতে চাই হিমাচলে আদ্র ! !
ঘুমের রাজ্যে আমি ঘুম খুজে ক্লান্ত,
পেয়েছি শুধুই দুঃস্বপ্ন !
তোমার বিদায়ে হলো সব এলোমেলো -
পেতে চাই ঘুমের শীতল স্পর্শ ! ! "
শুধু একফোঁটা ঘুম চাই, আজ আমি বড় ক্লান্ত ! !
হাজার রাত কেটেছে শুধু তোমার ভাবনায়,
তোমার মাদকতায় আজ উন্মত্ত ! !
--রিফাত নাসরুল্লাহ।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ঘুম সে তো সোনার হরিণ, সহজে কি দেয় সে ধরা ! !
২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: খুঁজে
ভালো লাগল।
১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ধন্যবাদ, শুভকামনা রইলো
৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৬
একাকি উনমন বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
শিশির ভেজা রোদ বলেছেন: ভালো লাগলো।আমিও ঘুম চাই