![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোৎস্নাবিলাসী..
'ভুল'
সময়টা ভুল ছিলো।
ভুলে ডুবে ছিলাম আমি, হয়তোবা তুমি,
ভুল সময়ে বলেছি, তোমায় ভালবাসি।
আমাদের গল্পটা ভুল ছিলো,
ভুল ছিলো সব অনুভূতি!
ভুল ছিলো প্রতিশ্রুতি ,
আধারে ঢাকা ছিলো তোমার
ভুল সহানুভূতি।
তোমার চুমুতে ভুল ছিলো
ভুল ছিলো তোমার চোখের জল,
তোমার হাসিতে ভুল ছিলো,
ভুলে ভরা ছিলো সাগর অতল।
ভুল ছিলো তোমার আঙুলে স্পর্শ,
ভুল ছিলো তোমার এলোকেশী সুগন্ধ,
ভুল ছিলো তোমার চোখের ভাষা,
ভুল ছিলো আমার, তোমার নেশা !
ভুল ছিলো দেখা, তোমার
চোখে জ্যোৎস্নাবিলাস,
ভুল ছিলো হরিৎ পাহাড়ে
তোমার সাথে অবকাশ।
ভুল ছিলো শরতের কাশফুল,
ভুল ছিলো বসন্তের সন্ধ্যা,
ভুল ছিলো তোমার প্রাণবন্ত ঠোঁটে
বৃষ্টির শেষ ফোটা।
ভুলে ভরা পৃথিবী, ভুলের শহর
ভুল ছিলো তোমার নখের আঁচড়,
ভুল ছিলো তোমার শরীরের অলিগলি,
তুমি নামটাই আজ মরণব্যাধি।।
--- রিফাত নাসরুল্লাহ।
(২২ এপ্রিল ১৭; রাত ৪:১৭)
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে জানেন, কোনো ভুলই ছিল না ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৬
বিদ্যুৎ বলেছেন: হতে পারে সবই ভুল ছিল। কিন্তু আমার মন্তব্য কিন্তু ভুল না। এক কথায় অসাধারণ। অভিনন্দন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে, আর মানব জীবন ভুলে ভরা।
৫| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:০৯
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:১১
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ভুল না থাকাটাই সব থেকে বড় ভুল
৭| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:১২
রিফাত নাসরুল্লাহ বলেছেন: ধনন্যবাদ
৮| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:১৪
রিফাত নাসরুল্লাহ বলেছেন: একটা ভুলই হতে পারে জীবনের সব থেকে বড় শিক্ষা
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভুলে ভরা পৃথিবী, ভুলের শহর
ভুল ছিলো তোমার নখের আঁচড়,
ভুল ছিলো তোমার শরীরের অলিগলি,
তুমি নামটাই আজ মরণব্যাধি।।
জটিল