নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে এসেই যখন পড়েছেন একটু পড়ে দেখুন।মন্দ লাগবে না।

সবুজ দ্বীপের রাজা

অরিন্জয়

আমার ফেইসবুক id তে যোগাযোগ করুন। https://www.facebook.com/rinjurock2009?ref=tn_tnmn

অরিন্জয় › বিস্তারিত পোস্টঃ

এই না হলে বাংলাদেশী !!!! স্পইলার এলার্ট

০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৭

অনেকদিন যাবৎ ফেইসবুক ও বিভিন্ন ব্লগ এ থাকার দরুন বাংলাদেশীদের ভারত বিদ্বেষের অনেক নমুনা পেয়েছি। ফাক ইন্ডিয়া,রেন্দিয়া আরো কত কি ! সে সব কথা এখানে লিখতে চাই না,কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে নিউস ফিড এ এই ছবিটা পেয়ে চমকে গেলাম। মৃত ব্যক্তিকেও এরা ছাড়ল না।X((

ছবিটি দেখুনওই পেজের অ্যাডমিন লিখেছে "ভারত একটা দেশ আর ক্যালকাটা একটা প্রদেশ বটে। নাইলে ঋতুপর্ণ ঘোষরে নিয়া এত মাতামাতি করে। আছিল একটা হিজড়া আবার সমকামিদের পক্ষে। টিভিতে ওরে নিয়া এত কিছু কয় আর আসল কীর্তি কাহিনী কয় না । আজিব একটা দেশ।



থুঃ থুঃ থুঃ"X(X(X(

পেজটি নিঃসন্দেহে এন্টি ইন্ডিয়ান পেজ,হবে নাই বা কেন,বাংলাদেশের মানুষদের হাতে তো অঢেল টাইম তাইত এরা কীবোর্ড,মাউস হাতে নিয়ে ভারতের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে বসে পরেন কম্পুটারের সামনে।







এই যে এটা ফেইসবুক এর লিংক



এখন আমার বক্তব্য, তোরা কতটা নিচ ?X((

আপনাদের দেশের এখন সিনেমার যা অবস্থা,সেম হয়েছিল আমাদের এখানের বাংলা ইন্ডাস্ট্রি তে ২০ বছর আগে,সত্যজিত রায় মারা যাবার পর,তখন বাংলা সিনেমা বলতে শুধু মূলধারার বাংলা বানিজ্যিক সিনেমা,অশ্লীলতার যুগ ছিল সেটা,সেই অবস্থা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি কে তুলে এনেছিলেন ঋতুদা,তৈরী করেছিলেন একেকটা সব মাস্টারপিস,১৯ বছর ইন্ডাস্ট্রি তে থেকে পরিচালনা করেছিলেন ১৯ টি ছবির(অসমাপ্ত মিলিয়ে মোট ২৩ টি),যার মধ্যে ১২টা জাতীয় পুরস্কার পেয়েছিল,অনেক আন্তর্জাতিক পুরস্কারও তাঁর ঝুলিতে ছিলো|হলবিমুখ দর্শককে আবার হলমুখী করেছিলেন উনি|



ওনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি সেটা জানতে চাইনি আর চাইব ও না,কারণ মানুষের পরিচয় হয় তার কাজে,জেন্ডার দিয়ে নয়।তবুও যখন কথা উঠলো তখন বলি হ্যা,উনি সমিকামি,রূপান্তরকামী দের পক্ষে ছিলেন,এবং তাঁর মতামত কে সুনিপুনভাবে ফিল্ম এ বন্দী করতেও সমর্থ হয়েছিলেন।বস্তুত,তাঁর উপর ভর করেই ভারতীয় চলচিত্রে গে,বাইসেক্সুয়াল দের জীবন,তাদের জীবন যন্ত্রণা নিয়ে সিনেমা তৈরী হতে থাকে,যৌনতার শৈল্পিক দিকটাকে করেছিলেন কামেরাববন্দী|যে বাঙালী(আমরা,তোমরা নও)বায়সেক্সুআলিটি নিয়ে নাক কোচকাত তারা কিছু হলেও স্বীকৃতি দিয়েছিল ব্যাপারটাকে|আরে জগতে পুরুষ-মহিলা ছাড়াও আরো অনেকগুলো গোষ্ঠী বিলং করে..তাদেরও যৌনতা,যৌন চাহিদা আছে,সমাজে তারাও প্রাপ্য অধিকার নিয়ে বাঁচতে চায়।





আমার আর কিছু বলার নেই,কেউ যদি ওনার ফিল্ম না দেখে থাকেন তাহলে দেখতে পারেন দহন,দোসর,বাড়িওয়ালী,রেইনকোট,উনিশে এপ্রিল,তিতলি,অন্তরমহল,সানগ্লাস,সব চরিত্র কাল্পনিক,দ্যা লাস্ট লিইর,আরেকটি প্রেমের গল্প,মেমোরিস ইন মার্চ,চিত্রাঙ্গদা। তাহলে বুঝবেন যে উনি কত বড় মাপের ডিরেক্টর। ওনাকে এইভাবে অপমান করাটা কি বাংলাদেশের সম্মান বাড়ালো? সকালথেকে ওই পেজে অনেক ভারতীয় গেছেন,তারা কি ভাবলেন বাংলাদেশ সম্পর্কে? দু-এক দিন আগে মারা যাওয়া ব্যাক্তিকে নিয়ে এইভাবে পোস্ট দেওয়া ।হায়রে ডিজিট্যাল বাংলাদেশ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:১০

সর্বহাটের কাটালিকলা বলেছেন: দাদা- পাকিস্তানী স্প্যামে পাকিস্তানী হয়,বাংলাদেশী হবে কেমনে??কাগের বাসায় কোকীলের ডিম থাকলেও,টান কীন্তু কোকিলের হয়।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:১৪

অরিন্জয় বলেছেন: হাহ তা যা বলেছেন,একটা কথা আমি কিন্তু সব বাংলাদেশী দের খারাপ বলিনি,কিন্তু সকাল সকাল পোস্টটা দেখে মাথা গরম হয়ে গেছিল।

২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৫

হাসির মানুষ বলেছেন: উনাকে দাদা না দিদি বলব সেটা আগে ঠিককরেন। তারপর লেখেন।

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৮

অরিন্জয় বলেছেন: উপরে দেখছি কিছু ব্লগার তার লৈঙ্গিক পরিচয় নিয়ে তামাশা করছে। মানুষে পারেও!


বাই দ্য ওয়ে, দাদা বলতে পারেন,বহু সাক্ষাতকারে উনি নিজেকে দাদাই বলতে বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.