নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে এসেই যখন পড়েছেন একটু পড়ে দেখুন।মন্দ লাগবে না।

সবুজ দ্বীপের রাজা

অরিন্জয়

আমার ফেইসবুক id তে যোগাযোগ করুন। https://www.facebook.com/rinjurock2009?ref=tn_tnmn

অরিন্জয় › বিস্তারিত পোস্টঃ

আমি এপার বাংলার লোক

১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

আমি এপার বাংলার লোক,মনে মনে শাহবাগ প্র্যাকটিস করি। সক্কাল সক্কাল বাথরুমে ঢুকে শাওয়ারের তালে চিৎকার করে উঠি “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”। এরপর গায়ে ডিও স্প্রে করতে করতে আলতো গলা কাঁপুনিতে ফ্ল্যাট বাড়ির বাতাস হয়ে ওঠে বিপ্লব-ময় : “ আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলতে পারি ?” ।

তারপর মুখে সামান্য লুচি-আলুর দম মুখে পুরে ঝুঁকে পরি আনন্দবাজারে; এক দিকে শাহবাগ; অন্য দিকে শহবাগ। ওপারের নির্ভীক প্রতিবাদের খবরে গর্বে ফেঁপে ওঠে, জয় বাংলা বলে ঢেঁকুর তুলি,গর্জে উঠি ; “আর একটা লুচি মা,প্লিজ”।

আউটিং এ যাবার সময় হুন্ডাই গাড়ির স্টীয়ারিং’য়ে হাত দিয়ে যেতে যেতে অবাক হয়ে ভাবি ; “ আমরা কি ভাবে পাল্টে দিচ্ছি বাংলার জং ধরা যত খোল নলচে; কি ভাবে ঘুরিয়ে দিচ্ছি বাঙ্গালির ভাগ্য-পথ”। তিন বার জয় বাংলা বলে চালিয়ে দিই গাড়ির মিউজিক সিস্টেম- “ যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা...” । আহা; গায়ে কাঁটা আর মৌলবাদের মুখে ঝ্যাঁটা।

পার্টিতে ইংরেজিতে বার-ফাট্টাই চলে বটে কিন্তু মনে মনে বিপ্লবি বাঙালি হল্লা করে চলে “ জয় শাহবাগ, জয় বাংলা, স্ক্রিউ রাজাকার”।

জামাত শিবির রাজাকার,এই মুহুর্তে বাংলা ছাড়।

তবে পার্টি তো কোন বন্ধু কি ভাববে,মন কে শেষ পর্যন্ত দমিয়ে নিই।

ঘর ফেরতা টিভি’তে শাহবাগ, টুইটারে শাহবাগ, ফেসবুকে শাহবাগ,ব্লগে শাহবাগ- রক্ত গরম হয়ে যায় মাইরি; এত জোর বিপ্লবের নেশা পায় যে কি বলবো। দুরছাই,আমাদের পশ্চিমবঙ্গে এখনো একটাও মৌলবাদী দাঙ্গা হলো না,সবাই কত নিশ্চিন্তে আছে,হিন্দু-মুসলিম-খ্রিস্টান কারোর মধ্যে কোনো ঝগড়া নেই,একটু এক্সসাইটমেন্ট না থাকলে হয়? কেমন যেন পানসে লাগে !নিজেকে সামলাতে পারি না; সামান্য হুইস্কি আর আইপড এ’তে প্রতুল মুখুজ্জের হাতে নিজেকে সঁপে দিয়ে গুনগুন করে চলিঃ “ আমি যা কিছু মহান বরন করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায় / বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক / আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ”।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: বেশ আচেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.