নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস অতিমানব

https://www.facebook.com/ripon.ishi

সাহেদুল হাসান

ফেসবুকে আমি www.facebook.com/ripon.ishi

সাহেদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

আমি আর জ্বীনের বাদশাহ্

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৬

রাত ২.২১ মিনিটে অপরিচিত নম্বর থেকে কল এলো।
রিসিভ করতেই বেশ গম্ভীর গলায় ইয়া লম্বা ১টা সালাম...

--বাবা, আমি জ্বীনের বাদশাহ্ বলতেছি।
( আমার তো খুশিতে আগডুম- বাগডুম অবস্থা ;) )
ওমা সত্যি..!!
আপনি কি আলিফ লায়লার সেই জ্বীন আংকেল..??
যাদুর কুফিতে থাকেন..? আমার ৩ টা ইচ্ছা পুরন করবেন..??

--শোন বাবা, আমি হাজার হাজার বছর ধরে অমুল্য সম্পদ পাহারা দিতেছি। তুই বাইরে থেকে দেখতে ফাজিল মনে হইলেও তোর দিল টা ফকফকা পরিস্কার। তাই তোরে এই সম্পদ থেকে কিছু অংশ দান করবো।

জ্বীন আংকেল, আবেগে কেঁদে ফেললাম সত্য কথা বলেছেন।
আমার বাপ মা, বন্ধু বান্ধব, প্রেমিকা কেউ না বুঝলো না।
মাগার আপনি বুঝে ফেলছেন।

--কান্দিস না বাবা। সম্পদের খবর নেওয়ার জন্য এখনি আমার নম্বরে কল ব্যাক কর। জ্বীন আংকেল, একটু পরে কল দিলে হয় না? The Expendables 3 মুভ্যিটা দেখতেছিলাম। হেব্বি এ্যাকশন...
আপনার ফেসবুক আইডি টা দেন আমি পরে নক করতেছি।

--ওরে বোকা শোন, তারাতারি এই নম্বরে ১০,০০০ টাকা বিকাশ করে পাঠাই দে। তাইলে তোরে ১০০ টা সোনার মোহরের ঠিকানা দেবো।

কি বলেন জ্বীন আংকেল.. ১০,০০০ টাকা..?? B:-)
আমারে কেটে টুকরা টুকরা করে olx.com এ বেচে দিলেও তো এতো টাকা হবে না।

--বাপের কাছ থেকে চাইয়্যা নে... এই সুযোগ বারবার পাবি না রে পাগলা।

আমার বাবা যে কিপ্টা...
কারন ছাড়া ১০ টাকাই দেয় না আর দশ হাজার..??
জ্বীন আংকেল, তার থেকে আমার কাছে হেব্বি ১টা ডিল আছে।
আপনি তো বাদশা মানুষ... সরি জ্বীন।
আল্লার রহমতে আপনার তো টাকা পয়সার অভাব নাই।
আপনি আমারে ১০,০০০ টাকা ধার দেন। তারপর ঐ ১০০ টা সোনার মোহর পেলে তার থেকে আপনারে আমি নগদে ৫০ টা দিয়ে দেবো।
আল্লার কছম...!!

--খামোশ… বদ পোলা... X(
আমার লগে মশকরা করছ..??
তুই ধ্বংশ হইয়া যাবি.... ধ্বংশ...

ট্যুট... ট্যুট... ট্যুট...
জ্বীন আংকেল রাগে, অভিমানে লাইনটা কেটে দেয়। তারে কল ব্যাক করতে গিয়ে মনে পড়ে, আজ কয়েকদিন থেকে আমার ফোনে মিসকল দেয়ার ব্যালেন্সও নাই। জলিল সাহেবের কাছ থেকে ১০ টাকা ধার নিয়েছিলাম, সেইটাও শোধ করা হয় নাই..
01753061306 এইটা জ্বীন আংকেলের নম্বর।
তেনার সাথে কারো কথা হইলে আমারে ১টা ফোন দিতে বলবেন পিলিজ..
আহারে... ১০০ টা সোনার মোহর হারাই ফেললাম...!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

মৈত্রী বলেছেন: তুই বাইরে থেকে দেখতে ফাজিল...

২| ২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৪৪

খেলাঘর বলেছেন:


জিনটাও ফাজিল ছিল।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:১৩

 বলেছেন: :-B :-B

৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০১

ঢাকাবাসী বলেছেন: এখনো এসব আছে!

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

ইমরান আশফাক বলেছেন: আপনে আসলেও একটা ফাজিল, নইলে জ্বীনের বাদশাহ্ এর সাথে এরকম কেউ করে! :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.