নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস অতিমানব

https://www.facebook.com/ripon.ishi

সাহেদুল হাসান

ফেসবুকে আমি www.facebook.com/ripon.ishi

সাহেদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

সেক্রেট রেসিপি

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

গতকাল এক বন্ধুর রান্না বিষয়ক একটি লেখা পড়ে বুঝলাম,
ব্যাচেলর লাইফে যারা নিজে রান্না করে খান তারা পেরেশানির মধ্যে থাকেন। অর্থ্যাৎ যারা কাঁচা রাধুনী ভাই আছেন, তাদের কথাই বলছি।
তাই ব্যাচেলর বন্ধুদের কথা চিন্তা করে আজ ১টি সুবিধাজসক রেসিপি শেয়ার করলাম। এই রেসিপি হলো খিচুড়ী।
দুনিয়ার সব রান্না গুলোর মধ্যে সহজতম ১টি হলো খিচুড়ী।
টমি মিয়া টাইপের মেধাবী রাঁধুনী না হলে,
সাধারনত এই রান্না খারাপ হয় না !!! :P

প্রথমেই চাল, ডাল ধুয়ে নিন। এবার চাল ডালের সাথে তেল, লবণ, মসলা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, রসুন বাটা, জিরা বাটা এবং একটু খানি আঁদা বাটা মাখিয়ে নিন।
ভালো কথা, লবণ, তেল, হলুদ এবং মরিচ এই উপাদানগুলো দেবার সময়,
নিজের আক্কেল (!) নামক এক প্রকার বস্তুর ব্যবহার অতি বাধ্যতামুলক।
এবার সবগুলারে একসাথে মাখিয়ে, পাত্রে পানি দিন। মনে রাখবেন,
পানির পরিমান এমন হবে যেনো খিচুরীর উপাদানগুলোর ওপর ৩ ইঞ্চি পানি জমে থাকে। ব্যস, এবার খিচুড়ীর পাত্র চুলায় তুলে দিয়ে গান শুনতে থাকুন।

বলে রাখা ভালো, খিচুড়ী রান্নার সময় গান শোনাটা প্রায় বাধ্যতামুলক !!!
কারন আপনি কি ধরনের খিচুরী খেতে চান তা নির্ভর করছে গান শোনার ওপর। ধরুন আপনি ভুনা খিচুরী খেতে চান,
সেক্ষেত্রে আপনাকে ৫-৬ টি Rock সঙ্গীত শুনতে হবে।
আবার ধরুন, আপনি একটু ঢ্যাল ঢ্যালা টাইপের খিচুড়ী খেতে চান,
সেক্ষেত্রে আপনাকে ৪-৫ টি রবীন্দ্র সঙ্গীত শুনতে হবে।
এই গানগুলো রান্নার মন্ত্রের মতো কাজ করবে। ;)

কনফিউজ হবেন না, একটু মজা করলাম।
গান শুনতে যে সময় অতিবাহিত হবে, তাতেই খিচুরী রান্না হয়ে যাবে।
তবে রান্না শেষ করার ৩ মিনিট আগে একটু সরিষা তেল অথবা লেবুর রস দিতে পারেন। এতে একটি আলাদা ফ্লেবার তৈরি হবে। কেউ ইচ্ছে করলে, খিচুড়ীর উপকরনগুলো মাখিয়ে নেবার সময় আলু, গাজর, টমেটো বা অন্যান্য সবজীও দিতে পারেন। এতে ভিন্নতা আসবে এবং একই জিনিস বারবার খাচ্ছেন বলে বিরক্তিও আসবে না।

ব্যস্, তৈরি হয়ে গেলো সহজ রান্না খিচুড়ী।
এবার রান্না নামিয়ে গরম গরম থাকতেই, আরাম করে খেতে বসুন।


বিঃ দ্রঃ
খিচুড়ী যদি বেশি মজা হয়েছে বলে মনে হয়,
তাহলে আমাকে ডাকতে ভুলবেন না যেনো।
আর যদি অখাদ্য টাইপের কিছু তৈরি হয় তাহলে,
যেই সব বন্ধু সবসময় খাই খাই করে তাদের দাওয়াত দিতে পারেন। =p~

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব মজা করে রেসিপি দিসেন। হেব্বি মজা পাইলাম !! লাস্টের লাইনটা তো এপিক হইল।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

ঝড়ো হাওয়া বলেছেন: খিচুরি বরাবরই পছন্দ করি, তবে নিজে কখনো রান্না করি নাই।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: আর যদি অখাদ্য টাইপের কিছু তৈরি হয় তাহলে,
যেই সব বন্ধু সবসময় খাই খাই করে তাদের দাওয়াত দিতে পারেন। =p~

মজা করে লিখেছেন বলেই, ভালো লাগলো।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: ব্যাপক হাসি পাইলো । =p~ =p~ =p~ =p~ |-)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: আর যদি অখাদ্য টাইপের কিছু তৈরি হয় তাহলে,
যেই সব বন্ধু সবসময় খাই খাই করে তাদের দাওয়াত দিতে পারেন।

=p~ =p~ =p~

+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.