![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি www.facebook.com/ripon.ishi
বেশ কিছুকাল আগে একটি লেখা পড়েছিলাম।
লেখাটি অনেকটা এরকম ছিলো..
২০৫০ সালে এক কিশোর ফেসবুকে অশ্লিল স্ট্যাটাস দিয়েছে,
উক্ত কিশোরের পিতা ঐ স্ট্যাটাস দেখার পর
তাকে শাশন করার চেষ্টা করেন।
এতে কিশোর প্রচন্ড বিরক্ত হয়ে পিতাকে বলে,
"বাবা ২০১৪ সালে তোমার টাইমলাইনেও এইরকম অশ্লিল স্ট্যাটাস দিয়েছিলে;
তো আমার বেলায় দোষ কোথায়..??"
ইদানিং অনেক পাংখা ছেলেমেয়েরা স্মার্টনেস প্রকাশের নামে
অশ্লিল স্ট্যাটাস, গালা-গালি, অর্ধনগ্ন ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে।
এতে তারা স্মার্ট হচ্ছে বটে কিন্তু,
নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্ব বোধ হারিয়ে ফেলছে...
আপনার বর্তমান হলো অমুল্য সম্পদ;
ভবিষ্যতে যা কোটি টাকার বিনিময়েও পরিবর্তিত হবে না।
তাই আসুন..
স্মার্ট নয়, সভ্য হওয়ার চেষ্টা করি
স্মার্ট তো আজকাল মোবাইল ফোনও হয়...
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮
সাহেদুল হাসান বলেছেন: ধন্যবাদ! মেহেদী হাসান
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
মেহেদী হাসান '' বলেছেন: ভালো কথা লিখেছেন!
বর্তমান হলো অমুল্য সম্পদ;
ভবিষ্যতে যা কোটি টাকার বিনিময়েও পরিবর্তিত হবে না।