নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

মায়েরা কি এমনি হয় ।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

মায়েরা কি এমনি হয় । গতকাল আমার MBBS 1st Prof রেজাল্ট বের হয়েছে। অনেক টেনশনে ছিলাম , ফেল করব নাকি পাশ করব। যাই হোক আমি পাশ করেছি । বাসায় ফোন করলাম, কেউ ফোন রিসিভ করল না। কিছুক্ষন পর আবার ফোন করলাম। এবার আব্বু বলল অফিসে ছিলাম তাই ফোন ধরতে পারি নি। আমি বললাম, "আব্বু আমার রেজাল্ট বের হয়েছে। আব্বু বলল " তাই নাকি! তোমার রেজাল্ট ???"। আমি বললাম ," পাস করছি আব্বু।" আব্বু বলল "অনেক ধন্যবাদ, দেখছ, তোমার কষ্টের ফল তুমি পাইছো। " আব্বু খুব খুশি হয়ে বলল, দাড়াও তোমার আম্মু কে ফোন দিচ্ছি। আম্মু ফোন এ আমাকে বলল, "কেমন আছো বাবা???" ভাল আছি মা উত্তর দিলাম আমি। বললাম ," মা আমি 1st prof এ পাশ করেছি। " আম্মুর উত্তর , " ভাল লাগলো শুনে , আল্লহ হাফেজ।" আমি অবাক হলাম, কথা শেষ না হয়েই খোদা হাফেজ। আম্মু চুপ করে আছে। তখন আমার ছোট ভাই ফোন ধরে বলল, " ভাই , congratulations" । এর পরে আম্মুর সাথে আবার কথা বলেছি। কিন্তু তখনকার কথা টা এখন বুঝতে পারলাম যে আম্মু খুশিতে কিছু বলতে পারে নি। বললেও ওলট পালট বলেছে।



মা আমি তোমাকে অনেক ভালবাসি ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

এন ইউ এমিল বলেছেন: মায়েরা এমনি হয়

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

আর ভি এফ বলেছেন: মায়েরা এমনি হয়

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

পত্রমিতা বলেছেন: মা ফরমাল নয়।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

বেকার সব ০০৭ বলেছেন: মায়েরা এমনি হয়

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

িটউব লাইট বলেছেন: পত্রমিতা বলেছেন: মা ফরমাল নয়।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: মারা সব জানে, তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.