নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

দেশের সব মেডিকেল কলেজ কে কোন মেডিকেল ভার্সিটি থেকে সার্টিফিকেট দেয়া হোক।”

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

শুনলাম, রাবি থেকে রামেক এর চিকিৎসা সনতপত্র দেয়া বন্ধ ঘোষণা করেছে “রাবি উপাচার্য ”। ঘোষণা করুক আর না করুক, আরকম কিছু ঘটতে পারে আগেই জেনেছিলাম। দোষ করল ওরা, আবার বিচারও করবে ওরা। ডাঃ দের সাথে এর চেয়ে কি ভাল ঘটতে পারে!!!! X(যত কিছুই ঘটুক ডাঃ সেবা দিয়েই যাবে। কেন ভাই, আমাদের কি কিছু চাওয়া থাকতে পারে না?? যদি পারে তাহলে সেবা সারা দেশে একসাথে বন্ধ করেন। দেখেন সরকার নিজে এসে সব ঠিক করে দিবে। আর মেডিকেল কলেজ গুলো স্বায়ত্ত শাসিত না হওয়ার ফসল আজকের এসব ঘটনা । আর বি এম এ নামক যে সংস্থা আছে, তার চিন্তা বাদ দেন। মেডিকেল প্রফেশনের সবচেয়ে বড় সংস্থা বি এম এ। আজকের ডাঃ দের দুরবস্থায় এ প্রতিষ্ঠানের কোন মাথা ব্যথা নাই। এরা আছে শুধু নিজের পদ নিয়ে। আর স্বাস্থ্য মন্ত্রীর কথা কি বলব, সে ত নিজেই কিছু জানে না। সে আবার ডাঃ দের দুঃখ বুঝবে কি করে। সে নিজেই ডাঃ না। হায়রে দেশ!!!! তুই এখন কোথায়!!!!! আর দেশের সব বড় ডাঃ কি যে করছে তা আমার জানা নাই। অবশ্যই কিছু করলে কার অজানা থাকার কথা না। আমাদের প্রবলেম হল আমরা ঐক্য বদ্ধ হতে পারি না। যাই হোক, “আমার দাবি দেশের সব মেডিকেল কলেজ কে কোন মেডিকেল ভার্সিটি থেকে সার্টিফিকেট দেয়া হোক।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.