নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বলন্ত রিপন

বসে থাকাটা মোটেও পছন্দ করি না। হয় খেলি না হয় পড়ি না হয় কম্পিউটার এ প্রোগ্রামিং করি। আর সব ধরনের কাজ শিখতে ভালবাসি।

জ্বলন্ত রিপন › বিস্তারিত পোস্টঃ

ধিক্কার এই রকম পাকিস্তানী ক্রিকেট ফ্যানদের । X(( X((

০৩ রা মে, ২০১৫ রাত ১১:১৮



ফেসবুকে আজ একটা গ্রুপের পোস্ট দেখে মেজাজ টা খারাপ হয়ে গেল। বাংলাদেশি পেজ । পেজে বাংলাদেশ কে ছোট করে পাকিস্তানকে নিয়ে নাচতেছে কিছু মানুষ। সবচেয়ে খারাপ লাগলো নিচের পোস্ট টি পড়ে ঃ

" পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খারাপ সময় এই বাংলাদেশ সিরিজকে বলা হচ্ছে

পাকিস্তানের এই খারাপ সময়ে সকল ফ্যনরা একটু ধৌর্য ধরুন । সব টিমেরই খারাপ সময় যায় , ধরুন না এই সময়টা আমাদের নয় । পাকিস্তানের যে স্কয়াড আছে তা পারফেক্ট বলেই মনে হচ্ছে আর এই টিম নিয়েই কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিলেন্ডের সাথে ভাল করেছিলাম । পাকিস্তানের এই দু:সময় ভুলতে একটা ম্যাচ জয়ের প্রয়োজন..!! ২য় টেস্টেই সেই আশা পূর্ন হবে ইনস-আল্লাহ্ ।।

.

.

‪#‎mir
‬"



কমেন্ট তে আবার আরেক আবাল লিখেছে , "আমরা পাশে আছি পাশে থাকবো পাক জিন্দাবাদ" । তোরা কোন দল সাপোর্ট করবি এটা তোদের ব্যাপার। পাকিস্তানের সাপোর্ট করা দোষের কিছু না কিন্তু তাই বলে নিজের দেশের চেয়ে বড় করে সাপোর্ট করবি !!!!!! বাংলাদেশ এখন ভাল খেলতেছে, কই এটা তো লিখিস নাই পেজে।

পোস্ট লিঙ্ক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ১১:৩৮

খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশের ক্রিকেট সাবালক হলেও বাংলাদেশের কিছু মানুষ ( পাক ক্রিকেট ফ্যান ) নাবালক থেকে গেছে। ওরা ৮০ বছরে ও সাবালক হবে বলে মনে হয় না। ওদের জন্য ধিক্কার দেওয়া আর না দেওয়া সমান কথা।

২| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৫:১৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.