![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রম দা লাস্ট বেঞ্চ অব ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং।
প্রায়শই লোকে বলে বলে রে, নারী বশীকরন কিছু আছে নাকি রে?
এ লাইনে দুর্বল পাবলিক রা আমাকে অস্থির করে ফেলছেন এ ধরনের একটি পুস্ট দেবার জন্য।
কথা কম কাজ বেশি, নারীদের মোরা বড় ভালবাসি।
চলুন দেখি কিভাবে কিভাবে কি করতে হয় অথবা করলে ভাল হয়। এক্কারে ইস্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি।
1. সর্বপ্রথম ওনাকে ইমপ্রেস করতে হবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে।এক্ট স্মার্টার বলে ইংরেজি তে এক খান কথা আছে।কাজে লাগান।অবশ্যই আপনাকে দেখাতে হবে আপনি ওনার আশে পাশের ইডিওট গুলার চেয়ে ম্যাচিউর।আপনি তার বিষয় গুলোতে ইন্টারেস্ট দেখান। ওনাকে বিভিন্ন বিষয় আদি সম্পর্কে জিজ্ঞেস করুন এবং তার মুল্যবান মতামত গ্রহন করুন।সব সময় তার সাথে একমত প্রকাশ করবেন না।
2. ফার্স্ট স্টেজেই কাছা কাছি যাওয়ার চেস্টা করবেন না।বোঝেন না কেন? বাঙ্গালী মেয়ে।আনকমফর্টেবল ফিল করবে, ভয়ে দূরে চলে যাবে।বরং কিছুটা এমন ভাব করুন আপনি নিজেই ভয়ে আছেন।
3. সিঙ্গেল কিনা জেনে নিন।অবশ্যই কথার ফাঁকে।
4. আই কনট্যাক্ট বোঝেন? বুঝলেই চলবেনা।করতে হবে। ওনাকে বোঝাতে হবে।এবং তাকে বুঝতে দিন আপনি তাকে অবসার্ভ করেন।
5. চেহারাতে চার্মিং ভাব রাখুন।যতটা সম্ভব ফেস টু ফেস কথা বলার চেস্টা করুন।
6. লেটেস্ট মুভি, সং, ফ্যাশন ট্রেন্ড, এবং ওনার উৎসাহের জিনিসে বিস্তর জ্ঞান রাখুন।যাতে কথা বলার সময় কথা শেষ না হয়ে যায়।
7. আপনাকে সেই লোক টি ই হতে হবে যার সাথে উনি তার মজার ঘটনা, গল্প, বা ঝামেলা শেয়ার করতে পারবে।
8. ওনাকে বঝান আপনার আর ওনার পছন্দ এবং অপছন্দ একি রকম।
9. ওনাকে বুঝিয়ে দিতে হবে আপনি তার জন্য খুবই সেফ।এবং অবশ্যই যেন উনি আপনার সাথে কমফরটেবল ফিল করে। এটিই সর্বাধিক গুরুত্বপুর্ন।
10. এবার জমবে খেলা। ২/৩ দিন পর বলুন সিনেপ্লেক্স এ নাকি একটা অসাধারন মুভি চলছে। বুঝেছেন না?
11. …খেতে অথবা মুভি দেখতে…তাহলেই বুঝবেন কেল্লা ফতে।
12. ভালবাসাবাসি এগুলো আর বললাম না। এটি আপনাদের সুবিধা জনক টাইম এ
বলে দিবেন।
সতর্কতাঃ
1. আপনার প্রতিযোগী যাতে আপনাকে কোন ক্রমেই ডমিনেট না করতে না পারে সেদিকে খেয়াল রাখুন।এবং সাথে সাথে রিকভারি ব্যবস্থা নিন।
2. ওনার বান্ধুবিরা কিন্তু বড় ফ্যাক্ট।ওনাদের সাথে বেয়াদবি করবেন না।বান্ধুবিদের কাছে লাল্লু হতে হবে।
3. কোন ক্রমেই তড়িঘড়ি করা যাবে না। আগে আগে পিক আপ লাইন মারলে আপনার স্বপ্ন ওখানেই শেষ।
এবার আশা যাক কিকি উনি পছন্দ করবেনঃ
4. আপনার কনফিডিন্স।
5. আপনার সিনসিয়ারিটি।
6. আপনার পরিস্কার পরিচ্ছন্নতা।
7. আপনার সুগন্ধ।
8. আপনার জুতা।
9. বসা ও কথা বলার স্টাইল।
পিক আপ লাইন সমূহ গুগল মামু দিবে। কোন প্রবলেম নাই। যেমনঃ
মেসেজের একটা পিক আপ লাইন দিলাম।
If I could rearrange the alphabet, I'd put U and I together.
বেস্ট অফ লাক।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২১
একাকী বালক বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি >>> ভূমিকম্পের ভিতর এই পোষ্ট পয়দা করা ঢাবি দিয়াই সম্ভব।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৫
পারমানবিক বলেছেন: সবই আপনাদের দোয়া।কাজে লাগলে। ধন্যবাদ জানাবেন।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৩
মাশফিক হক বলেছেন: একাকী বালক বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি >>> ভূমিকম্পের ভিতর এই পোষ্ট পয়দা করা ঢাবি দিয়াই সম্ভব।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭
হা...হা...হা... বলেছেন: কনভিন্সতো হয়ে গেল..... ''লিটন''নের ফ্লাটে কখন, এবং তারপর কিভাবে?
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২৭
কলম.বিডি বলেছেন: এই আপনারাই এই ব্লগেই যখন বলেন 'আরে মেয়েছেলের কথায় কি দুনিয়া চলে?' কিংবা 'অমুক তো পুরা ভেড়া,বউয়ের কথায় উঠে বসে' .....আবার এখানেই 'কিভাবে মেয়েদের পটাতে হয়' টাইপ পোস্ট দেন... কী দরকার ভাই এতো পটানোর? পটায় যাকে ঘরে আনবেন ৩০ বছর সংসার করেও অন্য কারোর কাছে তিনি পটে যেতে পারেন, তাই না? চোখের সামনেই তো ঘটছে আজকাল।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৩৫
ইশতিয়াক মাহমুদ বলেছেন: মাশফিক হক বলেছেন: একাকী বালক বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি >>> ভূমিকম্পের ভিতর এই পোষ্ট পয়দা করা ঢাবি দিয়াই সম্ভব।
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৪২
ইশতিয়াক মাহমুদ বলেছেন: স্বপ্নকথন বলেছেন: এগুলা ভাই পুরান ফরমূলা হয়ে গেছে। আপনারা এই আদিখ্যেতা আবিস্কার করে শিখতে শিখতে মেয়েরা অলরেডি আপডেট করে ফেলেছে নিজেদের।এখন নতুন ধান্দা ধরুন।
একমত না। নারী এখনও নারীই আছে। যতই নতুন লেবাস পরুক আর স্মার্ট হোক, নারী এখনও নারীই আছে। তারা এখনও ভয় পায়, নিরাপত্তা খোজে। এখনও স্থিতি খোজে। এই জিনিসগুলা যার মাঝে দেখতে পায়, তার কাছেই যায়।
অন্তত বেশিরভাগ... ব্যতিক্রম হিসেবের বাইরে রাখি সবসময়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৬
পারমানবিক বলেছেন: আমার কথা গুলোই বলে দিলেন। অসংখ্য ধন্যবাদ।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
সোজাকথাতিতালাগে বলেছেন: ইশতিয়াক ভাই ঠিক কথা বলছেন
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৬
রাফি মাহমুদ বলেছেন: ইশতিয়াক ভাইয়ের সাথে একমত
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১০
যাবের বলেছেন: যে মাইয়ারে আমার এত ফরম্যালিটি দেখাতে হবে অই মাইয়া আমার দরকার নাই ভাই।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:১৬
পারমানবিক বলেছেন: ভাই্, বাজার বড় মন্দা।
আপানার জন্য
যে জন আচলের পরশে ওনার হরশে
জ্বালায় না বুদ্ধির বাতি!
আশু গৃহে তার আসিবেনা আর
সময় মত নাতী
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০
কর্ণেল সামুরাই বলেছেন: আমার এই পুষ্টখানা পড়ছেন?
যেভাবে শুরু করবেন আপনার প্রথম প্রেম (ব্যাফুক টেকি পুষ্ট )
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪
মাহবু১৫৪ বলেছেন: একাকী বালক বলেছেন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি >>> ভূমিকম্পের ভিতর এই পোষ্ট পয়দা করা ঢাবি দিয়াই সম্ভব।
ইশতিয়াক মাহমুদ ভাইয়ের সাথে একমত
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩১
আশিকুর রহমান অমিত বলেছেন: কাজে লাগতেও পারে আপনার উপায় গুলো। শেয়ার করার জন্য ধন্যবাদ
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০
মেহদী১০ বলেছেন: যাবের বলেছেন: যে মাইয়ারে আমার এত ফরম্যালিটি দেখাতে হবে অই মাইয়া আমার দরকার নাই ভাই। :!> :!> :#> :#> :#>
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৫
বাংলার কথা বলি বলেছেন: অনেক কার্যকারী মহৌষধি। ধইন্যবাদ
১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
জিকসেস বলেছেন: এই গুলা ব্লগ পড়ে জানার জিনিশ না। বাস্তব অভিজ্ঞতাটা কাজের।
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩১
মুভি পাগল বলেছেন: তরিকা মানে কি?
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫০
কামরুল হাসান শািহ বলেছেন: 7. আপনাকে সেই লোক টি ই হতে হবে যার সাথে উনি তার মজার ঘটনা, গল্প, বা ঝামেলা শেয়ার করতে পারবে।
একমত
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১০
তামজিদবিএন বলেছেন: খুবই important:
১। আপনার জুতো
২। আপনার পারফিউম
৩। আপনার চাহনি
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২০
যৈবন দা বলেছেন: সবাই প্রেমের ইউজার ম্যানুয়াল লিখে ক্যান?
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৮
ফটো পাগল বলেছেন: So sexy post ...
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪৬
বাবুই চড়ুই বলেছেন: "পটানো"-তে বিশ্বাসী নই।
ভাড়াঁমোও করতে পারবনা।
আদেখলামো তো অসহ্য।
কখনো এসব করার প্রয়োজন অনুভব করিনি।
পার্সোনালিটি আর কনফিডেন্স থাকলে এত কাহিনী করা লাগেনা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৫
পারমানবিক বলেছেন: দাদা পোস্ট টি এ লাইন এ নতুন দের জন্য।
ধন্যবাদ।
২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৩
টক দঐ বলেছেন: বেপার গুলা ট পুরাই প্রাকৃতিক এই গুলা থেকে আমরা কি শিক্লাম...
২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩০
লাল চাঁন বলেছেন: মেইনটেন করতে পারিনি বলেই আমার অবস্থা যাচ্ছে তাই!! আগে পেলে ভালো হতো!!
২৫| ০৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৩১
ইকরি বলেছেন: গুরু,তোমার শিষ্যত্য দিয়ে আমায় ধন্য কর...
২৬| ২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫
উদাস যুবক বলেছেন: ইকরি বলেছেন: গুরু,তোমার শিষ্যত্য দিয়ে আমায় ধন্য কর...
হা হা পে গে.।.।
২৭| ১৮ ই জুন, ২০১১ রাত ৯:৫৭
অবধারিত বলেছেন: যৈবন দা বলেছেন: সবাই প্রেমের ইউজার ম্যানুয়াল লিখে ক্যান?
২৮| ১৯ শে জুন, ২০১১ রাত ১২:১৪
ছোটমির্জা বলেছেন: তরিকা ভালু হৈচে
২৯| ১৬ ই আগস্ট, ২০১১ রাত ১০:২৬
ভূকণ্যা বলেছেন: পইড়া ফালাইছি--ভুলে---
আহারে! কত চিন্তা--কত চিন্তা--মনে--
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২০
কান্নার ছায়া বলেছেন: ভাইয়া এইবার ছেলে পটানোর কিছু টিপস দেন । আমরা কিছু কাজে লাগাই ।
৩১| ২৭ শে মে, ২০১২ রাত ৮:৪৩
সাইফুল আলী বলেছেন: ধূত প্রেম করুম না
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
রবিন উত্তর কাট্টলী বলেছেন: আরও ফাটাফাটি তরিকা দিয়া প্রেম করসিলাম , কিন্তু পুরাই লসস প্রোজেক্ট । নতুন গাড়ি দেখতে ভাল লাগে কিন্তু পুরান হইলে মেইনটেইন করা অনেক টাফ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:২০
বিডিআর বলেছেন: আমার জুতা-ও পছন্দ করবে!