|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আগে আমাদের দেশ ছিলো কৃষি প্রধান দেশ। যুগ পাল্টেছে,  উন্নত হচ্ছে বিশ্ব। সারাবিশ্বে যারা শিল্প প্রধান দেশ ভারত,  চীন, আমেরিকা, রাশিয়া,  ব্রাজিল, তারাকি কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়েছে? নাকি আলাদা চিন্তা করেছে?  দেখুন শিল্প উন্নত হোক দেশ এটা সবাই চায়।  তাই বলে কৃষি জমি শেষ করে, বাসস্থান  এলাকা ধ্বংস করে করলে। মানুষ ই যদি না থাকে শিল্প উন্নতি ভোগ করবে কে?  রোবট এসে ভোগ করবে?  আজকে আমার দেশের নদী,  নালা, খাল বিল,  জমির মাটি দূষিত।  এবং কি কিছু এলাকায় মাটির নিচে পানি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে।   গাজিপুর এ ফসলেও বিষাক্ত কেমিকেল পাওয়া যাচ্ছে।  এই কি উন্নতি?   আজ আমি কি কি দূষিত হচ্ছে তা সম্পর্কে বলতে আসিনি,  আজকে বলতে চাই এই জমি গুলো কৃষকের কাছ থেকে  কিভাবে নেয়া হচ্ছে,  এতে লাভ কার? কৃষি জমি, বসত বাড়িতে 
শিল্প স্থাপন করলে লাভ কার, ক্ষতি কার,  কি পাচ্ছি আমরা,  কি পাচ্ছে তারা    
আমি তিনটি বিষয় সম্পর্কে লিখবো, ১) লাভ হচ্ছে কার (২) ক্ষতি হচ্ছে কার কেন? (৩) জমি কিভাবে শিল্প এলাকা হয়, কোনটা হওয়া দরকার,  
  
 
১) লাভবান হচ্ছে যারা   কৃষি জমি দখল হচ্ছে লাভবান হচ্ছে কারা, কেন কোন লোক ব্যবসায়ীদের ডেকে এনে এলাকার  কৃষি,  বসতবাড়ি এলাকা তাদের হাতে তুলে দিচ্ছে। আসুন দেখি।
♦জমির দালাল  জমির দালাল রা একটা এলাকা পছন্দ করে। এর মাঝ খানে দুই একটা মানুষের বাড়ি ঘর থাকুক না থাকুক তাতে কি। ওই এলাকায় ২০০একর জমি থাকলে তারা কিছু জমিতে বায়না/বা অগ্রিম টাকা দিয়ে কিছু জমি নিজের নামে করে তারপর সেই জমি বড় কোম্পানি দের দেখায়। তারা একটা একটা করে সব জমির মালিকের কাছে যায়। আর ক্ষমতা খাটিয়ে সেই জমি দখল করে।  কোম্পানি হতে কোটি টাকা  তো নেয়। আসল টাকা জমির মালিক কোনদিন পায়না।  কোম্পানি মালিক ১০ লাখ টাকা করে দিলে মালিক পায় ৩লাখ ২.৫লাখ চার লাখ। এই জন্য কিছু লোক হঠাৎ ধনী হয়ে যায়।
২)অধিক ভূমির মালিক যারা যার অনেক জমি আছে,  ধনী শ্রেণি তার কিন্তু কৃষি কাজে মন নাই। সে শহরে থাকে। জমি চাষ করে  বর্গা চাষী গরীব চাষী । এখন জমি থাকলেই কি না থাকলেই কি। তার তো একসাথে অনেক টাকা আসলেই ভালো। তাই সে নিজেকে লাভবান ভাবে।
৩)এলাকাত ছিচকা মাস্তান এরা কিছু না পারলেও এলাকায় কোন কোম্পানি হলে তাদের খুব লাভ হয়। ইটের দালালি করে,  বালি, মাটি (জমি ভরাট করার জন্য) , মাটির দালালি, শ্রমিকের দালালি, সব করবে তারা। তাই এরাও খুব তারাতারি ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যায়।
৪) এলাকার  নেতা নেত্রী এরা খুব ভাগ পায়। সব জায়গাতে তারা ভাগ পায় তারা খুব পছন্দ করে এই জিনিস।
৫)শিল্পপতি আরো ধনের মালিক হয়  শিল্পপতি  তো এমনিতেই অনেক সম্পদের মালিক। তার আরো শিল্প প্রতিষ্ঠান হলে তার আরো ভালো।
এটা বলে রাখা ভালো যে উন্নত অনেক দেশ এসব ভারী শিল্প এলাকা আলাদা এলাকায় করে। আর ক্ষতিকর জিনিস সেখানে করেনা যেখানে মানুষ বেশি বাস করে। আমাদের দেশে এমন অনেক এলাকা আছে আমরাও পারি। তারপরেও এই উপরের ৫ শ্রেণীর মানুষ নিজেদের লাভের জন্য ঘন বসতি পূর্ণ এলাকাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে।চীন,    পাকিস্তান,  ভারতের মতো অনেক দেশ আমাদের দেশে এসে গার্মেন্স প্রতিষ্ঠা শুরু করেছে। কারন তারা নিজেদের দেশ ভালো রাখতে চায়।  গার্মেন্স থাকা মানে  এলাকার মানব সমাজ হয়ে যায় অশিক্ষিত।
আসুন ক্ষতিকর দিক কার বেশি আসুন দেখুন কৃষি জমি শিল্প এলাকা হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, ফসলের ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, এককথায় লাভের চাইতে লস বেশি   
শিল্প এলাকা হোক,  অর্থনীতি উন্নত হোক এটা সবাই চায়। মানুষ মেরে যে উন্নয়ন হয় তা কার জন্য জানার খুব ইচ্ছা আমার। কোন ধনতান্ত্রিক লোক জানালে ভালো হতো।
#বর্গা চাষী যারা অপর মানুষের জমি চাষ করে জীবন নির্বাহ করে।  এদের জমি আছে,  তবে মুলত পেশাদার হিসেবে কৃষক   গ্রামে যাদের অনেক জমি তারা তো এখন আর কৃষক না। তারা শহরে বাস করে।  যাই হোক সেই জমি বিক্রয় হয়ে যাওয়ার পর এই কৃষক বেকার হয়ে যায়।  তাদের কোন কাজ থাকেনা । আপনি বলবেন আরে গার্মেন্স এ কাজ করবে । ভাই গার্মেন্স কয়জন লোম নেয়? আর সেটা যদি সিরামিক কারখানা হয়,   বা   ফেনের সেখানে তো সাধারণ জনতা কাজ পায়না।  আর বড় অফিসার তোমাদের এলাকার লোকদের অগ্রাধিকার দিবো বলে তারা আশা দিলেও  সেই কথা তারা রাখেনা কোনদিন।  
#   কম জমির মালিক সাধারণ কৃষক যে কৃষক নিজের জমিতে চাষ করে খায়। আর কোন কাজ পারে না। সে তার কিছু জমা বিক্রি করে বেশি বিপদে পড়ে যায়। আগে তো ধান  চাল,  তরকারি মাছ কিছু কিনে খেতো না। তবে এলাকার জমি,  খাল বিল দখলে চলে যাওয়ার পর না থাকে নিজের জমি,  না থাকে খাল বিল মাছ। না থাকে কিছু। সে না পায় তার জমির আসল মূল্য। তাই সে বাড়ি হারায়,  ঘর হারায়, । আর সব কিছু কিনে খেতে হয়
আর এতো জমিও ছিল না যে যেটা বিক্রি করে শহরে গিয়ে নতুন জমি কিনে বাড়ি বানাবে। আর বসে বসে খাবে।  তার জীবনে শুধু সেই কম দামে বিক্রি করা জমির  টাকা টুকুই হয়ে যায় শেষ সম্পদ।  আমার কথা তাদের মিথ্যা মনে হবে যারা আসল তথ্য জানেনা। তারা বলবে প্রমান দাও। ভাই এই গুলো কোন নিউজ পেপার ছাপায় না। প্রমান কোথায় থেকে দিবো? আপনার প্রমান আমার কাছে নাই। তবে আমরা জানি বাস্তবতা আরো খারাপ 
#পরিবেশ ক্ষতির মুখে আছে  এলাকার কোন কিছু আগের নিয়মে থাকে না। সব কিছুতেই চলে আসে  দূষিত কেমিকেল এর ছোয়া। পানি, বায়ু, মাটি, ফসল, মাছ,। সব নষ্ট হয়। এতো কিছু নষ্ট হওয়ার পর মানুষ কি করে বাচে?   
#যোগাযোগ ব্যবস্থার অবনতি  একালার রাস্তা করা হয়  যদি এক লাইনের তবে সেখানে মালবাহী ভারী ট্রাক,  গাড়ি,  যাওয়ার ফলে ,  প্রতিষ্ঠানের  গড়ার ভারি মালামাল থেকে শুরু করে ইট বালি মাটি,  পাথর,  এবং কি শিল্প ব্জ্র  সব কিছুর পর রাস্তা হয়ে যায় ধান চাষের জমি ধান চাষের জমি দখল করে তারা রাস্তাকে ধান চাষের জমি হিসেবে উপহার দেয়, হ্যা এলাকার মানুষের এই একটা লাভ হয় আরকি,  একটার বদলে আরেকটা    
#এলাকায় নেশা দ্রব্য প্রবেশ  আপনি ভাবছেন শিল্প এলাকার সাথে নেশা দ্রব্যাদি এর কি সম্পর্ক?  আসুন বুঝাই। এলাকার ভিতর একটা প্রতিষ্ঠান হলে অনেক এলাকা হতে মানুষ আসে তাদের দরকার কম দামী শ্রমিক।  আর শ্রমিক রা থাকে অশিক্ষিত । এরা বেশি শিক্ষিত হলে কি আর শ্রমিক হবে? না।  এলাকার মাঝে এই দলাল শ্রেণী নিয়ে আদে মাদকের আস্তানা। আগে আমাদের এলাকা খুঁজে একটা  লোক পাওয়া যায়নি যে গাজা সেবন করে। আর এখন  স্কুলের বাজারে তরকারি র মতো গাজা,  ড্রাগস টেবলেট,  বাবা,(ইয়াবা)  পাওয়া যায়। 
গরীবের স্কুল পলাতক ছেলে মেয়েরা শিক্ষিত না হয়ে, হয়ে যায় গার্মেন্স শ্রমিক  ধরুন আপনার বাবা বেশি ধনী না। আগের দিনে এই ছেলে কষ্ট করে পড়তো। এখন কোন ছেলে স্কুলে ফেল করেছে,  বাবার টাকা কম,  প্রেম করে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে /? তাদের একটাই স্থান । এরা টাকার আশায় চলে যায় গার্মেন্স এ। ভাই দেশ অশিক্ষিত তো হবেই  মাদক সেবী জনগন ও বেড়ে যাবে এভাব। চলতে থাকলে।
আগে যে  নিজের বলে ভাত, কাপড়,  রুটি উপার্জন করে দিন কাটাতো সে আজ বড্ড অসহায়। শিল্প উন্নত দেশ হোক আমরাও চাই, 
তবে মানুষের বুকে পা দিয়ে কিসের উন্নতি হয়? কয়দিন আগে এক লোক না খুব দেশ প্রেম দেখাইয়া আমার লেখায় আক্রমণ করে কথা বলেছিলো?  নুমান আলীর নামে লিখেছিলাম,  যাও গিয়ে দেখো পাকিস্তান আমাদের দেশে ব্যবসা করে জমি দখল করে বসে আছে   
দেশ প্রেম কোন কাচের পাত্র না যে  ভেঙ্গে যাবে। দেশ প্রেম কর বুঝে জেনে দেখে। দেশ প্রেমিক আইছে।  
  
   
   
  
   
  
  এই ছবিটা বুড়িগঙ্গা নদীর। এইটা পানির ছবি না কোকাকোলা? কোকাকোলা কোম্পানি তাদের অনেক কোকাকোলা নদীর জলে মিশিয়ে দিয়েছে। যান খেয়ে পবিত্র হয়ে যান। আরে ভাই শিল্প উন্নত হচ্ছে দেশ। পার্টি করবেন না?  পার্টি করবেন আর কোকাকোলা খাবেন না তা হয়?
  এই ছবিটা বুড়িগঙ্গা নদীর। এইটা পানির ছবি না কোকাকোলা? কোকাকোলা কোম্পানি তাদের অনেক কোকাকোলা নদীর জলে মিশিয়ে দিয়েছে। যান খেয়ে পবিত্র হয়ে যান। আরে ভাই শিল্প উন্নত হচ্ছে দেশ। পার্টি করবেন না?  পার্টি করবেন আর কোকাকোলা খাবেন না তা হয়? 
পরবর্তী লেখায় চলবে।
 আগের লেখা দেখে নিতে পারেন
 ২৬ টি
    	২৬ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৮
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হতেই পারে
২|  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
Monthu বলেছেন: মনে করুন ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে। আর কোকাকোলা এই পানি করবেনা? কোকাকোলা যদি এই পানি দিয়ে তার কোক বানায় আমরা কি করে জানবো???
  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হতেও পারে
৩|  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪০
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিস্তারিত বক্তব্য পড়ব সময় নিয়ে, ধন্যবাদ
  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। বেশি লম্বা হয়ে যাবে তাই সিরিয়াল আকারে দিচ্ছি।।। তার পরেও লম্বা হয়ে যাচ্ছে
৪|  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪২
Monthu বলেছেন: ভাই সহজ একটা কথা বলি,  আপনার শিরোনাম দেখেই কেউ পড়তেই আসে না।  মন্তব্য করবে তো দূরের কথা। তারা আসলে এসব নিয়ে ভাবে না। আপনি শুধু শুধু চিল্লাইয়া গলা ফায়াইলেও লাভ নাই।   সবাই ওই শিল্পোন্নয়ন টাই দেখে। আপনার মতো কেউ ভাবে না। ভাবলেও লাভ নাই। সবাই জানে না যে আমাদের দেশ কৃষি ক্ষেত্রেই উন্নতি করে পারে  আর শিল্প উন্নতির জন্য  আলাদা জমিও আছে আমাদের। তবুও কিছু লোক নিজের ফায়দার জন্য  
নিজের এলাকার কৃষি জমি কোম্পানির কাছে বিক্রি করে। এটা সবাই বুঝবে না।। আপনি বুঝলেই লাভ কি???
  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন। আমি একা বুঝে লাভ কি! তবে বুঝানোর চেষ্টা করতে পারি
৫|  ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃষি জমি শিল্প এলাকা হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, ফসলের ক্ষতি, 
পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, এককথায় লাভের চাইতে লস বেশি 
................................ প্রধানমন্ত্রী কৃষি জমি রক্ষার জন্য নির্দেশনা দিয়েছেন , কিন্ত কে শুনে কার কথা ।
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২৩
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রধানমন্ত্রী বলেন এক কথা তার নেতারা বলে আরেক কথা দেখুন।  
view this link 
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২৪
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এমন অর্থনৈতিক জোন ই বানাইতেছে। যে ঘর হতে বের হলেই পানি মাটি, জমি, বায়ু সব বিষাক্ত করে ফেলেছে।
৬|  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেখানে আমাদের বিশেষজ্ঞর গাফিলতি আছে।
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৪
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা ঠিক। বিশেষজ্ঞ দের গাফিলতি। তারা টাকা নিয়া আগেই বিক্রি হয়ে যায়
৭|  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:১২
আবু তালেব শেখ বলেছেন: আমরা লোহালক্কড়ের খাবার খেতে চাই না।
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৫
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন।
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৬
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৮|  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৬
আরোগ্য বলেছেন: বর্তমানে মানুষের অবস্থা হল নগদ যা পাও হাত বাড়াইয়া লও,বাকীর কাজ ফাঁকি।
  ১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
১০ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা এক সাথে দুই কিনিসই উন্নতি করতে পারি। এবং আলাদা করতে পারি। সেই পরিমাপ জমি আর শ্রমিক দুই ই আছে আমাদের। তার পরেও আমাদের ইচ্ছা নাই।।। যাদের ইচ্ছা আছে ক্ষমতা নাই
৯|  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৯
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আরও লিখুন।
  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ।।। ভাই আরো একটা পর্ব লেখার ইচ্ছা আছে।
আপনাকে পাশে পেয়ে ভালো লাগলো
১০|  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৬
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৬
Monthu বলেছেন: দিন শেষে আমাদের কিছু  ভাই ই এই ব্লগে চোখ রেখেছেন। আসলে মানুষ যে সময় যেই ইশ্যু পায়। সেই সময় সেই ইশু নিয়ে লিখে। এখন তাদের মাথায় ১)মাশরাফি আর সাকিবের রাজনীতি নিয়ে ভাবনা।  আর ২)  জোট ও মিটিং
আমি খারাপ কিছু দেখিনা।  মাশরাফি আমাদের, আমার মতে একজন দেশপ্রেমিক মানুষ। তাকে আমিও চাই। তিনি সব জায়গায় ভালো করবেন।
আপনার লেখাটা কোন দিবসে হলে লোকে খাইতো।  পরিবেশ দিবস,  নদী রক্ষা দিবস।
তবুও কিছু   প্রিয় ব্লগারদের দেখতে পেলাম। রাজীব নুর ভাই,  প্রিয় আরোগ্য ভাই,   আরো অনেকে।
তবু আমি বলবো আরো বিস্তারিত লিখুন।
আমি আছি।।।
জানত। হবে।।
জানাতে হবে।
  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৫
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। আশা করি পাশেই পাবো।।। নিজেদের পরিবেশ সুন্দর করতে এগিয়ে আসুন। আপনিও
  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৮
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা জেগে উঠলে একদিন এরা পালাবে। ওই ভূমি দখলদার আর দালালেরা সব পালাবে।
১১|  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৭
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৭
Monthu বলেছেন: আপনি জানাতে থাকুন। আমরা আছি।
  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৬
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জেনে খুশি হলাম। ভালো থাকবেন। আমরা যে সমাজে বাস করি। তার পরিবেশ আমাদের ই রক্ষা করতে হবে। দেশ আমাদের সমাজ আমাদের, মানুষ আমাদের। এর ভালো আমরাই চিন্তা করবো
  ১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫২
১০ ই নভেম্বর, ২০১৮  রাত ৯:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একদিন লোকেরা সবাই বুঝতে পারবে হয়তো। ১০০% লোক ই বুঝবে। সেদিন অনেক দেরি হয়ে যাবে। 
আই সি ইউ তে থাকা রোগীর আত্মীয় দের ডাক্তার যেমন বলে।
আর একটু আগে নিয়ে আসলে আপনাদের রোগীকে বাচাতে পারতাম। তেমন
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৬
১০ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৬
Monthu বলেছেন: কথাটা ঠক উল্টো টাও হতে পারে।।কোকাকোলা এই পানিতে নাই। কোকাকোলা র বোতলে।এই পানি দিচ্ছে কিনা কে জানে।