|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
  
 
নটবর হাজার মানুষের ভিড়ে।
ডাকলে তাকে শুনেনা,  ধাক্কা দিলে শুনে।
কথায় যখন কাজ হয়না, আঘাত করলে বুঝে।
দেয়ালে পিঠ ঠেকলে পরে নেমে পড়ে কাজে।
চোখ থাকিতেও নটবর অন্ধ মানুষ সাজে।
দেখেও সে না দেখিয়া,  করে অভিনয়।
বাঘ সেজে থাকে তবু,  বিড়াল দেখে ভয়।
তেলাপোকা দেখিয়া সে লাফালাফি করে।
এমন করে চললে বাচবে কেমন করে?
নটবরের অনেক ভয়।
কখন যেনো কি হয়।
দেশের মাঝে অবাক সবাই।
রাজনীতিতে  জোকার সবাই।
ভুলেও যদি মুখে আসে অট্টহাসি।
গলায় কখন এসে যাবে,  বিচারালয়ের ফাসি।
তাই নটবর,  সব ছেড়েছে,  
হাসতে তাহার মানা,
কেন লোকে কিছু বলেনা।
এইটা যে নাই জানা।
নটবর কেউতো নয়।
আমজনতা ই হেসে খেলে নটবর হয়।
গলায় যখন কাটা আটকাবে, কাটা তুলবে কে? 
এই জনতার বিপদ গুলো মুক্ত করবে কে?
আমজনতা আম হয়েছে।
নটবর যুদ্ধে গেছে।
নিজের সাথেই যুদ্ধ করে
নটবর গেলো মরে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এরা নিজেরাই নিজেদের সাথে মারামারি তে লিপ্ত
২|  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
কালো_পালকের_কলম বলেছেন: দারুণ লিখেছেন
  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৭
হাবিব বলেছেন: হাছা কথা সত্য করে তুলেছেন কবিতায়
  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমজনতা আম হয়েছে।।
ধন্যবাদ আপনাকে।
৪|  ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৭
সনেট কবি বলেছেন: জাতির দুঃখের কথা ছন্দে ছন্দে ফুটে উঠলো।
  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৩
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
৫|  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৪
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:১৪
নজসু বলেছেন: 
নটবরে নটঘট দেশ।
  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৩
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৬|  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৮
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: এই সমাজ নটবরদের বাঁচতে দেয় না।
  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫১
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নটবর রাও নিজেরা নিজেরা জগড়াতে পড়ে থাকে। নেতাদের  ইশারায়।
ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সবসময়
৭|  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:০৪
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:০৪
বিজন রয় বলেছেন: শিরোণামে ভিড়ে বানানটি ঠিক করে দিন।
  ১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৪৬
১১ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ দাদা
৮|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:৩৯
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১২:৩৯
জগতারন বলেছেন: 
কবিতা ভালো পাইলাম।
পছন্দ দিলাম।
কবিকে অভিন্দন জানাইলাম।
  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৬
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
১১ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫০
আরোগ্য বলেছেন: চারপাশে নটবরের ছড়াছড়ি।