|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
মাশরাফি বিন মুরতজা,  তাকে নিয়ে চলছে এক বিশাল আলোচনা । তিনি রাজনীতিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষে রাজনীতির মাঠে  নেমেছেন।  আসুন কিছু পক্ষ বিপক্ষের যুক্তি দেখি। প্রথমে পক্ষের গুলোই দেখি।
১)যারা পজেটিভ  তাদের যুক্তি।
মাশরাফি ভাই ভালো মানুষ,  তাই তার নিজের মনের মতো রাজনীতি করার অধিকার আছে 
 মাশরাফি ভাই ঠিক কাজ ই করেছেন,  তার মতো তরুন নেতা দেশের দরকার 
মাশরাফি ভাই ভালো নেতাও হবেন, যেমন ভালো অধিনায়ক ছিলেন   
মাশরাফি ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন 
২)বিপক্ষে যারা যুক্তি দেখায় 
♦রাজনীতিতে যাওয়াটা ঠিক হয়নি মাশরাফির
♦রাজনীতিতে নামলে তার জনপ্রিয়তা কমে যাবে।
♦আওয়ামীলীগ মাশরাফি ভাইয়ের জনপ্রিয়তা ব্যবহার করতে চাইছে।
♦রাজনীতি শুধু খারাপ মানুষের জন্য। মাশরাফির মতো লোকের জন্য রাজনীতি নয়।
♦এটা ছিলো তার জীবনের সবচাইতে বড় ভুল।
♦অনেকে বলছে কাজটাই ঠিক করেননি তিনি।
৩)এখন কিছু দার্শনিক টাইপের লোকের মন্তব্য দেখুন 
♦মাশরাফি ভাইয়ের বিরুদ্ধে যারা কথা বলছে তারা সবাই জামাতি, বি এন পি।
♦যারা তার বিরুদ্ধে কথা বলে তারা চায়না মাশরাফি আওয়ামীলীগ করুক। বি এন পি করলে হয়তো বিপক্ষে কথা বলতো না।
♦তিনি রাজনীতি কিছুই বুঝেননা।
♦তিনি জীবনে অনেক বড় একটা বোকামি করলেন।
♦ তিনি একা কি করতে পারবেন? 
♦তার রাজনীতি তে আসায় একটা খারাপ লোক রাজনীতি থেকে বাদ গেলো। ভালো লোক আসলো।
♦ তিনি রাজনীতির পেচে পড়তে পারেন।
এখন আমি  এমন এক শ্রেণীর কথা বলবো যারা শুধুই ব্যক্তি মাশরাফি কে ভালোবাসে 
তাদের যুক্তি হল
♦মাশরাফি ভাই সব জায়গাতেই পারফেক্ট।
♦তিনি ভালো নেতা হতে পারবেন।
♦দল যেটাই হোক আমরা তাকেই চাই
♦তার ত্যাগের কথা আমরা ভুলি নাই।
আরো অনেক মন্তব্য আছে।   ভালো লাগলো তার এতো প্রেমিক আছে।
এখন নীরপেক্ষ ভাবে কিছু কথা বলতে চাই,  কোন পক্ষে থেকে নয় 
তিনি ভালো খেলেন ঠিক আছে।ভালো রাজনীতিও হয়তোবা করবেন।তার সাথে সাথে আমাদের দেশের যে রাজনীতি আছে। বিরোধী দলকে  কোনঠাসা করতে। মনে করুন কোন একদিন মাশরাফি বিরোধী দলে গেলো। তখন এই নেতারা,  যারা বিরোধী আদর্শতে আছে। তারা ইচ্ছা করেই তার বিরুদ্ধে  মামলা করবে।  ইচ্ছা করেই খারাপ  তথ্য প্রচার করবে।  আর তার  নামে দুর্নীতি মামলা করবে।  আর মান সম্মান শেষ করে দিবে। তাকে এসব জিনিস সম্মুখীন করতে হবে। রাজনীতির সব খারাপ দিক তার উপর এসে  ঝাপিয়ে পড়বে। তাকে এগুলো ধৈর্য সহকারে  মেনে নেয়ার  মন মানসিকতা তৈরি করতে হবে। তিনি কি এসব ঝড় তুফানে টিকে থাকতে পারবেন?  যেসব পরিবেশ একজন সাধারণ নেতা  তার জীবনে দেখে,  তিনি কি দেখেছেন?  তিনি কি এসব মেনে নিতে পারবেন?  তার এসব করে অভ্যাস আছে কি?  জানতে হবে। অনেকে মনে করেন যারা বি এন পি,  জামাত করে তারাই শুধু চায়না মাশরাফি রাজনীতি করুক , না ভাই ভুল কথা  আমি বাসে করে একটা জায়গাতে আসলাম
 জনগন অনেকেই চায়না। আবার অনেকে চায়।একটা চায়ের দোকানে বসে আছি। গ্রামে,  বাস স্টেশনে।   শুধু শুধু ভেবে লাভ নাই।
অনেক কিছুই হবে তার জীবনে। যে গুলো অন্য নেতার হলে তারা কিছুই ভাবে না। তিনি পারবেন কিনা এসব  দেখে থাকতে এটা আসল প্রশ্ন।। রাজনীতি তাকে নিয়ে সুফল ভোগ করবে, তিনি রাজনীতির সুফল ভোগ করবেন, ভালো কথা, দেশ ভালো নেতা পাবে সেটাও ভালো কথা। কথা হল রাজনীতিতে যে প্রতিকূল পরিস্থিতি আসবে সেগুলো তিনি সেইভাবে নিতে পারবেন কি?  পারলে ভালো। আর জনগন কি সেই প্রতিকূল সময়ে তাকে ভালোবাসবে? যেই ভালোবাসা আজকে দেখাচ্ছে। জনগন তো না বুঝেই সেদিন তার বিরুদ্ধে প্রশ্ন করে বসবে     আরে শেষ পর্যন্ত মাশরাফি ভাই দুর্নীতি বাজ? করবে এই প্রশ্ন। কারন আমরা প্রমান ছাড়া কথা কথা বলতে খুব পারি
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৬
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওইখানে নোংড়ামি নাই। এই মাঠে অনেক সমস্যা। যেটা তিনি সইতে পারবেন কি?
২|  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৪
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৪
অলিউর রহমান খান বলেছেন: আমাদের দেশের মানুষ বিভক্ত তেল এবং পানির মতো। দুটি তরল পদার্থ যেমন কখনো এক হবে না তেমনি ২টি দলও এক হওয়ার সম্ভাবনা নেই। তাই ম্যাশ যে দলেই যাবে বিপক্ষদল দল তার গুষ্টি উদ্ধার করে ছাড়বে।
ম্যাশ শুধু একটি নির্দিষ্ট দল বা সংগঠনের নন, তিনি সকল মানুষের।
তাই তিনি এখন রাজনীতি না আসলেই ভালো হতো, কারণ আমাদের দেশের মানুষ আবেগ প্রবন; তারা যেমন ভালবাসতে জানে কেমনে ছুঁড়ে ও পেলতে পারে।
সাথে গালা-গালিতো থাকবেই।
  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আমিও সেই কথাটাই বললাম। তিনি কি এসব রাজনৈতিক প্রতিহিংসা  আর প্রতিকূল পরিবেশ   মেনে নিতে পারবেন?  পারলে তো ভালো। স্বাগতম।  
তিনি এসব পরিবেশে কোনদিন গিয়েছে কিনা সেটাও জানা দরকার
  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৩
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজনীতিতে এসে তার বিপক্ষ দল বাড়বে। তারা তার নামে উল্টা পাল্টা কথা ছড়াবে। যেটা সাধারণত হয়ে থাকে আমাদের রাজনীতিতে।।। সেটা তার বেলাতেও হবে।
৩|  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৪৮
আরমান শুভ বলেছেন: মাশরাফি সিম্পেথী বেচে দলে টিকে আছে, সৌম্য মুস্তাফিজ এর কারনে আমরা টানা কিছু সিরিজ জিতেছি তার ক্রেডিট নিয়েছে মাশরাফি, তার ব্যাটিং গড় ১২ পাচ উইকেট কবে পাইছে কে জানে। তার জন্য দলে ভালো একজন পেসার খেলতে পারছেনা।
  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি? তার অধিনায়ক হিসেবে কি কোন অবদান নাই?
৪|  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৩
⓪ বলেছেন: সাকিবেরও খায়েশ হয়েছিল নেতা হবে। প্রধানমন্ত্রী তাকে বলে দিয়েছেন, এসব বাদ দিয়ে সামনে বিশ্বকাপ আছে - এখন খেলায় মন দিতে। তার পর থেকে সাকিবের মন খারাপ
  ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম?? আমার মনে হয় সাকিবের মাথা একটু বেশি গরম। তাই তাকে নিয়ে সবাই ভালো মনে করেনা। তার ইমেজ এতো ভালো না। সাকিব আচরণে একটু গরম। খেলোয়াড় ভালো।।
৫|  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৩
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:২৩
নতুন বলেছেন: মাশরাফি ভালো মনের মানুষ.... তার নেতার গুনাবলি আছে... তাই তার রাজনিতিতে আশাকে আমি ভালো মনে করি। 
 
 
  ১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৮
১২ ই নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। আমারো তাই মনে হয়। তবে এই জায়গায় তাকে থাকতে হলে চোখ কান খোলা রাখতে হবে। সচেতন না হলে এই স্থানে কেউ টিকে থাকতে পারেনা।
৬|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
আরোগ্য বলেছেন: গরম রক্তে রাজনীতি হয় না।
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কথায় আমিও একমত। গরম রক্তে রাজনীতি হয়না। আর্মি বাহিনীতে যোগ দেয়া যায়।
রাজনীতি করতে হলে শান্ত আর দাবা খেলার মাইন্ড থাকা চাই
৭|  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২০
বাকপ্রবাস বলেছেন: সহমত
  ১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
১২ ই নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৮|  ১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
১২ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আমার পছন্দ হয়েছে।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
১২ ই নভেম্বর, ২০১৮  সকাল ১০:০১
নজসু বলেছেন:
রাজনীতি করলেই নেতা হওয়া যায়না।
অধিনায়ক মানেও তো নেতা।