![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলবি মতবাদ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এ পৃথিবীতে হাজারো মতবাদ।
আস্তিকতা বাদ, নাস্তিকতাবাদ
ধর্মবাদি মানুষ আছে উগ্রবাদ.।
আছে নারীবাদী, আছে পুরুষবাদ।
আছে গণতন্ত্রের মিথ্যা বাাণী।
আছে সমাজতন্ত্রবাদ।
আছে বিপ্লবী "আছে অত্যাচারী।
আছে প্রেমিক কবি সাধুবাদ।
মানবতাবাদী আজও পেলাম না।
সাধারন জনতার কথা কেহ শুনল না।
সবাই সবার আখের গোছাল "
মিছিলে আন্দোলনরত জনগন মরল।
আমজনতা হওয়া কি এমনই অভিশাপ?
এত মতবাদের ভিরে "
কেও দেখেনা আমজনতারে।
কেও দেখে না গরীবেরে।
সবাই সবার মতবাদ বিলি করে।
বই লেখে তা ফেরি করে।
যত খবর প্রচার হয়
মিডিয়া "পত্রিকা "কাগজেতে।
সব কিছুর কলকাঠি তাদের হাতে।
তারা নারে চাবি দিয়ে।
আমাদের ধোঁকা দেয় তারা,
নিজ নিজ মতবাদ শুনিয়ে।
ওরা ভন্ড "
কোন আইন নাই,
তাদের দিতে দন্ড।
আমজনতা হওয়াটাই বুঝি ভুল।
স্বাধীনতা আর সৈরাচারীতা,
গণতণ্ত্রের যত স্বপ্নের কথা
প্রজাতণ্ত্রের যত আকুলতা ,
সব কিছুর পিছনে তাদের মাথা।
স্বাধীনতার বড় বড় ভাষন "
শুনিয়ে ওরা নিতে চায়,
ক্ষমতার দামী আসন।
আর পিছনে পড়ে থাকে জনগন।
জনগনকে ই করে তারা আঘাত।
ব্যবহার করে মতলবি মতবাদ।
আছে বিভিন্নপ্রকার দালাল,
মত, জোয়াও এখন হালাল।
আছে মতলবি রাজনীতি "
আছে রাগ "সাথে অনুভূতি।
আছে পশ্চিমা, আছে বান্ধবী,
আছে ঝুই, আছে বিষাক্ত মাধবি।
কেউ ধরে কলম "
কেউ ধরে চাপাতি, বন্দুক "
কেউ ভদ্রবেশে সেজে থাকে নিন্দুক।
সবই নিজের মতবাদ নিয়ে লেখে বই '
কবিতা, উপন্যাস হাজার।
লেখক দিয়ে ভরে গেল "বইয়ের বাজার।
তবু কেউ খোঁজনেয়না আমজনতার।
প্রকাশকাল ২০১৬
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।। আগে লিখেছিলাম পরিবেশ নিয়ে। চিন্তা করতেছি এখন মতবাদ কারীদের নিয়ে কিছু লিখবো। আশা করি তথ্য প্রমান সহ লিখবো এইবার।। প্রমান করব তাদের সব ঢং নিজের উন্নয়ন করা। মানুষকে তারা কোনদিন ভালোবাসেনি
২| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
এস এম ইসমাঈল বলেছেন: দারুন! স্বাররথের কাছে সব মতবাদ ফেল।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কোনদিন আমি এই লোকদের বস্তিতে গিয়ে গরীবের সাহায্য করতে দেখলাম না। তারা খালি থাকে শাহবাগ আর প্রেস ক্লাবে
৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: এতো মতবাদের মাইনকা চিপায় পরে আমজনাতা শেষ।
ভালো লিখেছেন।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জনগন কিছুই জানেনা। না নারীবাদ না পুরুষবাদী। না মানবতাবাদ
৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
নজসু বলেছেন:
বাস্তবতায় ভরপুর।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
হাবিব বলেছেন: অসাধারন লিখেছেন প্রিয় ভাই....... ভালো লাগলো।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ স্যার।।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন।
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১০
ল বলেছেন: আমজনতার খোঁজ কেউ নেয় না, দারুন লেখা
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হাজারো মতবাদে আমজনতা দিশেহারা
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা। কোনো ভনিতা নেই। সহজ সরল সত্য সব।
ভালো থাকুন। সুস্থ থাকুন