নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

মৃত সব প্রেম

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭




মৃত সব প্রেম
==========
লাশ কাটা ঘরে।
লাশের ভিড়ে।
সাদা কাফনে ঢাকা, কফিনের ভিড়ে।
পরে আছে আজো সে বেওয়ারিশ হয়ে।


প্রেমিকের আর্তনাদ।
হয় কি কখনো প্রবাদ?
খোঁজে না কেহ তারে।
লাশ পচা গন্ধ ছড়ায় বারে বারে।



কেহ চিনে না তাহারে।
বার বার প্রেমে দগ্ধ তার লাশ।
জীবিত হয়ে নেয়না শ্বাস।
শোনেনা কারো পরিহাস।

প্রেম আজ মৃত ইতিহাস।



প্রেম তার ছিলো নাকো নষ্ট।
তবু কেনো পেতে হল কষ্ট।
এই প্রশ্ন করতে পারেনি কাউকে।
আজ পৃথিবী চিনে নিক ওকে।



তার লাশটা পড়ে আছে।
সাদা কাফনে ঢাকা।
এই শহরে প্রাণ আছে অনেক।
তবু শহরটা ফাঁকা।




চারদিকে এতো মানুষ।
তবু বদ্ধ ঘরে সবাই একা।
কেউ কারো খোঁজ নেয় না।
তাই আজো লাশ ঘরে কত বেওয়ারিশ লাশ কাঁদে।
কতনা প্রেম মরে যায় নিরবে।



কত জীবিত মানুষ মরে যায়।
বেঁচে থাকে সে রোবটের মতো।
জীবিত দেহে প্রাণ থাকে একা।
মন তার লুকিয়ে থাকে দূরে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হাবিব বলেছেন: ঘড়ে< ঘরে, বেচে (বিক্রি করে)< বেঁচে (জীবিত থাকে) ........... প্রিয় ভাই একটু দেখবেন প্লিজ

২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন: নিচ থেকে ৬ষ্ঠ লাইনে দেখুন: ঘড়ে< ঘরে

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আজ কি হল বুঝতাছিনা। মনে হল চ্যাক করেছি। আবার অদেখা হয়ে যাচ্ছে।। আসলে মোবাইল ব্রাউজার দিয়ে ইডিট করতে গেলে। লেখার স্পেসটা আপ ডাউন করে।।। বারবার সমস্যা করাই দেখতে সমস্যা হয়।।।



ধন্যবাদ

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

সুমন কর বলেছেন: দিন শেষে সবাই একা !! ভালো লিখেছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।। আমরা এই দুনিয়ায় সবাই একা।।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালই কবিতা লেখেছেন। দ্রুত লেখতে গেলে টাইপিংএ কিছু সমস্যা হবেই, সামলিয়ে নেয়াই আসল বিষয় :)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মোবাইল ব্রাউজার কনট্রোল করতে সমস্যা হয়ে যায়। মাঝে মাঝে। মানে ভার্সন পরিবর্তন হয়ে যায়। মোবাইল এর টা এসে যায়। উঠা নামা করে।বেশ সমস্যা।।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে ভাই এটা স্বাভাবিক, তবে প্রকাশের আগে যখন দেখায় তখন ভালভাবে নজর বোলাতে হবে!
:)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ধন্যবাদ

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সবািই কি আর চণ্ডিদাশ? বারো বছর বড়শি ফেলে বসে থাকা সম্ভব নয়। এতো সময় ধৈর্য কার আছে?

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। আমাদের জীবন এখন গতিময়।।। ভুলে যাই অনেক কিছু।।।



ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.