|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
শুভ সকাল বাংলাদেশ,  
সূর্যের হাসিতে হেসে উঠো তুমি ।
ভালোবাসা নিয়ে,স্নিগ্ধ এই সকালে।
শুভ সকাল বাংলাদেশ।
সকালে মিষ্টি রোদ পবিত্র করুক তোমার বুক।
এই মাঠে হেটে যাওয়া তারুণ্য,  
বারবার সমুদ্র জোয়ার উঠুক তারুণ্য ভরা মাঠে।
হে আমার তরুন  বাংলাদেশ।
শুভ সকাল বাংলাদেশ।
বারবার জেগে উঠো  জাগ্রত কবিতার অনলে।
বারবার হেসে উঠো  শিশুর হাসির সাথে।
পবিত্র  হাসিতে বিমুগ্ধ হোক তোমার বুক।
চারদিকে ছড়িয়ে যাক জীবনের সুখ।
শুভ সকাল বাংলাদেশ।
কুয়াশা মাখা ভোরে,  
দক্ষিণে সমুদ্রে, উত্তরে পাহাড়ে ঘেরা সীমান্তে।
আমার দেশের শেষ প্রান্তে,  
জেগে উঠো তুমি,  জেগে উঠো আবার।
জেগে উঠো ত্রিশ লক্ষ শহীদের রক্তে।
জেগে উঠো বাংলা মা।
জেগে উঠো আবার।
বায়ান্ন আর একাত্তর ফিরে আসুক আবার।
তোমার ছেলেরা জেগে উঠুক আবার।
ভোর হয়েছে,  জেগে উঠো, ।
১৬কোটি সন্তানের জননী জেগে উঠো।
জাগাও তোমার সন্তানেরে ।
জাগাও আবার,  জ্বালাও আগুন বুকে ।
শুভ সকাল বাংলাদেশ।   
নতুন ভোর হয়েছে,
এসেছে নতুন সকাল।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ সকাল
২|  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫১
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১০:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: 
চির তরুণ বাংলাদেশ । শুভ সকাল ।
  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৩
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ হোক প্রতিটা সকাল
৩|  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: শুভ সকাল বড় ভাই
  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৪
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ হোক আমাদের সকাল
৪|  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৬
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: মানুষের মন হলো ১টি এবং হাড় ২০৬ টি। তাই কারো মন না ভেঙ্গে- যে কোন একটি হাড় ভেঙ্গে দিন।
  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৫
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিযে বলেন ভাই।।।হাড়???
৫|  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৯
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৩৯
আরোহী আশা বলেছেন: শুভ সকাল
  ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৮
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ সকাল
৬|  ২১ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৩
২১ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৩
খায়রুল আহসান বলেছেন: শুভ হোক সকাল, এটা ঠিক আছে। কিন্তু আবার বুকে আগুন জ্বালাতে বলছেন কেন, তা ঠিক বুঝতে পারলাম না।
  ২১ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
২১ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সাহসের আগুন।। সেই আগুন ই তো পথ দেখাবে।।।
শুভ হোক প্রতিটা সকাল। তারণ্যের অনলে।।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
২১ শে নভেম্বর, ২০১৮  সকাল ৯:৩৭
চাঙ্কু বলেছেন: শুভ সকাল!