|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
আমাকে চিনতে পেরেছ? 
আমি তোমার কাছের বন্ধু,
মনের বন্ধু,  দেহের বন্ধু না।
তুমি আমাকে ত্যাগ করলেও আমি ত্যাগ করিনা।
তোমার দুঃখের সাথি, আর শেষ সময়ের বন্ধু,।
তুমি আমাকে পান কর, আমি তোমাক খাই।
তুমি আমাকে কাছে টান, আমি তোমাকে।
এই আমাদের কাজের মিল।
তুমি আমাকে দুঃখ পেলে খাও।
তারপর নেশা বানাও।
একদিন ছাড়তে পারোনা,  আমিও তোমাকে ত্যাগ করিনা।
তোমার জীবন থাকতে ত্যাগ করিনা।
আমি সিগারেট,  
আমার নাম তো শুনেছ নিশ্চই?
তোমার আপনজন ত্যাগ করে।
আমি আজরাইল এর কাছে যাবার আগে ছাড়িনা।
আমি তোমাকে শেষ করি,  তুমি আমাকে।
তুমি আমাকে জ্বালাও,  আমি তোমাকে ভিতরে পুরে করি ছাই।
তোমার দেহের ভিতরে আমার বসবাস।
আমি তোমার  ভিতরে জ্বালাই।
তুমি আমাকে যেমন করে ছাই কর।
  
   
  
 ১০ টি
    	১০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই??? সিগেরেট হতে দূরে থাইকেন
২|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, অমন করে বললে আমার য়ে বড্ড শরম লাগে। আমি দীর্ঘস্থায়ী ভাবে তোমার শরীরে বাসা বাঁধবো। আমাকে ভালো যখন বেসেছ তখন তোমাকে ঘুন ধরাতে কেবল আমিই পারি।  মনে রাখবে একবার আমাকে ভালোবাসলে আর তোমাকে ছাড়ছিনা। তোমাকে তীলে তীলে শেষ করেই তবে আমি শান্তি পাবো। হি হি হি....
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।। ছাড়েনা।।।। একবার ধরলে মরার আগে
৩|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আমার বন্ধু শাহেদ একটানা ১৮ বছর সিগারেট খেয়েছে। তারপর একদিন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। সেই গল্প লিখব আগামীকাল।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  রাত ১০:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই? ভালো খবর।।। খুশু হলাম
৪|  ০৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১:১০
০৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১:১০
আরোগ্য বলেছেন: খুব ভাল লিখেছেন মামুন ভাই।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১০
০৫ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।
৫|  ০৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১:১১
০৫ ই ডিসেম্বর, ২০১৮  রাত ১:১১
আরোগ্য বলেছেন: সিগারেটের গন্ধতে দম বন্ধ হয়ে আসে।
  ০৫ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:০৯
০৫ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। পাশে কেউ বসে ধোয়া মুখে ছাড়লে আরো খারাপ লাগে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮  দুপুর ২:৫৬
হাবিব বলেছেন: চিনতে পেরেছি.............